っ9っ উইলিয়াড়। আত্ত খণ্ড । প্রথম তরঙ্গ । বন্দন । জয় চূড়ামণি বুদ্ধিমন্ত দুটি ভাই। পয়ার । হরিচাদে পেয়ে আনন্দের সীমা নাই। . জয় জয় হরিচাদ জয় কৃষ্ণদাস । জয় শ্রীবৈষ্ণবদাস জয় গোরিদাস ॥ " জয় শ্ৰীস্বরূপদাস পঞ্চ সহোদর। পতিত পাবন হেতু হৈল অবতার ॥ জয় জয় গুরুচাদ জয় হীরামন । জয় শ্ৰীগোলোকচন্দ্র জয় ঐলোচন। জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয়। জয় জয় মহানন্দ প্রেমানন্দ ময় ॥ জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ । নিজ দাস করি মোরে কর আত্মসাৎ ॥ জয় জয় যশোমন্ত প্রভুর জনক । জয় জয় রামকান্ত ভুবন তারক ॥ জয় ভক্ত শিরোমণি গোবিন্দ মতুয়া। যার গানে হরিনামে বহি যায় ধূয়। জয় বন্দ মহেশ ব্যাপারী গুণধাম । যাহার মস্তকে নরহরি শালগ্ৰাম ॥ জয় জয় বদন ঠাকুর গুণধাম । উৎসবে ব্যসনে যার মুখে হরিনাম । শয়নে স্বপনে কিম্বা মলমূত্র ত্যাগে । যার মুখে হরিনাম উচ্চৈঃস্বরে জাগে ॥ জয় জয় ভকত প্রধান রামচাদ । যিনি হন মহাপ্রভু নিত্য পরিষদ ॥ জয় জয় ভজরাম চৌধুরী সুজন। জয়স্বরূপ চৌধুরী মঙ্গল দুজন । কুবের বৈরাগী রাম কুমার ভকত । দন্তে তৃণ ধরি বন্দি হয়ে পদানত ॥ জগবন্ধু বলে ডাক ছাড়িত যখন । স্বমেরুর চুড়া যেন হইত পতন ॥ অনন্ত প্রভুর লীলা অনন্ত ভকত । বিধি অগোচর লীলা শূলীন্দ্র অজ্ঞাত । পূৰ্ব্বেতে কড়ার ছিল মাতৃ সন্নিধানে। করিবেন শেষ লীলা ঐশাণ্য কোণে ॥ সেই হেতু ওঢ়ার্কাদি শেষ লীলা কাজ । পয়ার প্রবন্ধে কহে কবি রসরাজ ॥ অথ শ্রীমল্লোচন গোস্বামীর বিবরণ। - লঘু ত্রিপদ । গোস্বামী লোচন, প্রেম মহাজন, বৈষ্ণব সুজন যিনি । গ্রাম নড়াইলে, জনম লভিলে, পূৰ্ব্বে ছিল ভৃগুমুনি । নাম চূড়ামণি, সাধু শিরোমণি, লোচনের ইন পিতা । তুলসী সেবন, শ্ৰীকৃষ্ণ ভজন, কহিতেন হরিকথা ॥ তাহার নন্দন, . হ’ল পঞ্চজন, করিতেন কৃষিকাৰ্য্য । তীর্থে তীর্থে বাস, প্রায় বারমাস, গৃহকাৰ্য্য করে ত্যঙ্গ্য।
পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।