১৯০ । - ঐশ্ৰীহরিলীলামৃত। হকুমান যায় করিবারে রাম কাৰ্য্য। ভাসিল পৰ্ব্বত মামা করিতে সাহায্য ৷ রাম দাস বলে আমি সাহায্য ন চাই। রাম নাম বলে আমি এক লম্ফে যাই ॥ কহিল পৰ্ব্বত মামা পার বটে যেতে । আমাকে কৃতাৰ্থ কর পদ পরশেতে ॥ ভাসিলাম রাম কার্য্যে সাহায্যের আসে। সে অাশা বিফল মম হৈল জলে ভেসে ॥ তাহা শুনি মারুতির দয়া উপজিল । পদ বৃদ্ধাঙ্গুলি তার অঙ্গে ছোয়াইল ॥ তাহার ভাগিনী হ’য়ে প্রভুকে কাদা’লে । শীল হ’ল দয়াশীল দয়াময়ী শীলে। সুশীলা দুঃশীল মত নিষ্ঠুরতা দেখি । ভিতরে খড়ের ব’ড়ে দুধ পিয়াবা কি ॥ " মোর সেই প্রভু ওঢ়ার্কাদি হরিচাদ । দায় ঠেকা নাহি এবে পাবো না ও পদ ॥ আমার ও সে রূপ নাই নাই সেই দিন । প্রভুর সে রূপ নাই দীন হ’তে দীন। দেখিলাম এই বাড়ী পূজার প্রণালী । নীলপদ্ম বিনা পূজা খুলী হ’য়ে নিলি ॥ সেই প্রভু হরিচাদ হৎ পদ্মে রাখি । এ- দেব দেবী পূজাৰ্চন চক্ষে নাহি দেখি । আইল্প পূজার দিন গোবিন্দের বাড়ী । সম্মুখে পড়িলি তাই দেখি গে। শঙ্করী। গোবিন্দ চৈতন্য পূজা করে গে৷ তোমায়। . তোমা হ’তে ভক্তি কম করে না আমায় ॥ l , গোবিন্দের রমণী চৈতন্ত্যের রমণী। - সতী সাধবী পতিব্ৰত। এর দ্বিভগিনী ॥ ইহাদের ভক্তি আর মনের টানেতে । .পারি না থাকিতে তাই আসিগে। দেখিতে ॥ এই দুই মায় খেতে দেয় ভাল মতে। দুধ খেতে চেলে মোরে তাও দেয় খেতে ॥ তোমার পূজাটি মাগো পড়িল সাক্ষাতে। দেখিলাম পূজার প্রণালী ভাল মতে ॥ তাহাতে ভেবেছি মাগো এসেছ এখানে । , না আসিলে গোবিন্দ চৈতন্য পূজে কেনে ॥ ন দিলে মা দুধ খেতে না করিলে কোলে ॥ ৮ কি করিব যাই অামি ওঢ়াকাদি চ’লে ৷ দেখিতে দেখিতে প্রতিমার চক্ষে জল । _ ঝর ঝর ঝরিছে অটল যেন টল - হীরামন বলে মার দয়া উপজিল। – ' অমনি যাইয়। মার স্তনে মুখ দিল । ঈর্ষৎ চুম্বক মাত্র স্তনে মুখ দিয়া। ওঢ়াকাদি শ্ৰীধামেতে চলিল ধাইয়া ॥ বাবা হরিচাদ বলি সীতারিল জলে । আশ্চৰ্য্য গণিয়া সবে হরি হরি বলে ॥ রাম গণে বাম স্বরে হুলুধ্বনি দিল । দুর্গ প্রতে ভক্ত গণে হরি হরি বল । হীরামন সুচরিত মহীম। অপার । পয়ার প্রবন্ধে কহে রায় সরকার ॥ r তৃতীয় তরঙ্গ । বন্দন । জয় শ্ৰীশ্ৰীহরি চাদ জয় কৃষ্ণদাস । জয় শ্ৰীবৈষ্ণবদাস জয় গোরিদাস ॥ জয় শ্রীস্বরুপদীস পঞ্চ সহোদর। পতিত পাবন হেতু হৈল অবতার ॥ " জয় জয় গুরু চাদ জয় হীরামন । জয় শ্রীগোলোক চন্দ্র জয় শ্রীলোচন ॥ জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয়। জয় জয় মহানন্দ প্রেমানন্দ ময় ॥ জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ। নিজ দাস করি মোরে কর আত্মসাৎ ॥ জয় উমাকান্ত প্রভু কনিষ্ঠ তনয় । জয় শশিভূষণ মুধত জয় জয় ॥ জয় জয় ওঢ়ার্কাদি শ্ৰীধাম সুন্দর। * যথা মহাপ্রভু হইলেন অবতার ॥ • হরি বংশে যত মাতা ঠাকুরাণী গণ । কায়মনোবাক্যে বন্দি সবার চরণ ॥ তারক যাহার দেহ মহানন্দ প্রাণ । হরিবর করাঙ্কিত হরি লীলা গান।
পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।