পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

میانه ۹ ーン ২১৮ প্রভু বলে আয় দেখি প্লীহা কোন খানে। অমনি দিলেন হস্ত বাম কুক্ষী স্থানে ॥ প্রভু কন কই তোর পেটে প্লীহা আছে । বলা মাত্র অমনি সে প্লীহা গেল ঘুচে ৷ আনন্দের মুখপরে দিল এক ঠোকুন। - সেরে গেল প্লীহা জর পেটের বেদন ॥ বনমালী প্লীহা সারে খেয়ে তিল ছাতু। আনন্দের প্লীহা সারে প্রভু দয়া হেতু ॥ অপার মহিমা প্রভু দীন দয়াময়। পতিত পাবন হেতু অবতীর্ণ হয়। হরি হরি হরি হরি নাম কর সার। পয়ার প্রবন্ধে কহে কবি গুণাকর। আনন্দের প্রতি স্বপ্নাদেশ । পয়ার । ও:#াদি যাতায়tভ করেন আনন্দ । পরিবার সহ হরিনামে প্রেমানন্দ ॥ অহরহ হরিনাম করে মহামতি । ক্রমে ধনে জনে তার হইল উন্নতি ॥ শয়নে স্বপনে চিন্তা বাবা হরিচাদ । রোগ শোক নাহি, চিত্তে পরম আহলাদ ॥ একদিন আনন্দ শুইয়া আছে ঘরে । স্বপনে দেখিল প্রভু শ্ৰীহরি ঠাকুরে । আনন্দ বলিল হরি করি নিবেদন । পুৰ্ব্ব জন্মে আপনি ছিলেন কোনজন ॥ ত্রগ্রহরিলীলামৃত i প্রভু বলে তাহ কেহ বলিবারে পারে। যেই পারে কেহ কি মানুষ বলে তারে । আনন্দ বলিল প্রভু অনেকেই পাবে। দয়া করি বল নাহি ভাণ্ডিও আমারে ॥ প্রভু বলে কে ছিলাম তাহ নাহি মনে । তবে একদিন আমি কুরুক্ষেত্র রণে ॥ অৰ্জুনের সারথি ছিলাম যে সময় । হনু বলে প্রভু আর সহ নাহি হয় ॥ যদি আজ্ঞ। করিতেন প্ৰভু ভগবান । একটানে ফেলাতেম কর্ণের রথখান ॥ ফেলাতেম চারি শত যোজনের.দুরে । একবার যদি আজ্ঞা করিতেন মোণে । এত বলি মহাপ্রভু উঠিল তখন । আনন্দ বলিল প্ৰভু কোথায় গমন ॥ প্রভু বলে যাব আমি দক্ষিণ দেশেতে। ” ফিরে যেতে দেখা করে যt’ব তোর সাথে । রজনী প্রভাত সূৰ্য্য উঠিল যখন । আনন্দের নিদ্রাভঙ্গ হইল তপন ॥ হেন কালে শুনিলেন, মহাপ্রভু যিনি । নরলীলা সম্বরণ করেছেন, তিনি ॥ " সে আনন্দ নিরানন্দ কথা নাহি মুখে । জনমের মত দেখা দিলেন আমাকে ॥ শুনিয়া কাতর হ’ল ভকত সমাজ । গোলোক আদেশে কহে কবি রসরাজ ॥

--ബ്-l. ষষ্ঠ তরঙ্গ ।

বন্দন । । জয় জয় হরিচাদ জয় কৃষ্ণদাস । জয় শ্ৰীবৈষ্ণবদাস জয় গোরিদাস ॥ জয় শ্রীস্বরুপদাস পঞ্চমৃতোদর । পতিত পাবন হেতু হৈল অবতার ॥ জয় জয় গুরুচাদ জয় হীরামন । জয় শ্রীগোলোকচন্দ্র জয় শ্ৰীলচেন ॥ জয় জয় দশরথ জয় মৃত্যুজয়। জয় জয় মহানন্দ প্রেমানন্দ ময় ৷ জয় ক্রনটুিমঙ্গল ব্রজ বিশ্বনাথ। নিজ দাস করি মোরে কর আত্মসাৎ ৷ শ্ৰীক্ষেত্র প্রেরিত প্রসাদ বিবরণ ॥ পয়ার । একদিন বসেছেন প্রভু হরিচাদ । রাজজী ধরিল আসি প্রভুর শ্ৰীপদ ॥ বলে প্রভু আমি ত করেছি একমন। তব লীলা স্থান সব করিব দশন ॥ رہی۔