3. م.م.م. ঋমণি নামিনী রাম কুমারের ভগ্নি । যম বুড়ি নাম গঙ্গাচর্ণ নিবাসিনী ॥ ইত্যাদি অনেক ভক্ত কঁাপিতে লাগিল। : প্রভু বলে আমিত তোদের চিরকাল । আমি নাহি ছেড়ে যPব জানিও বিশেষ । গুরুচাঁদ দেহে এই করিন্থ প্রবেশ । গুরুচাদে ভকতি করিসূলের মত। যাহা চা’বি তাহা পা’বি হনোনীত যত । এই সেই মহাপ্রভু পিতৃধৰ্ম্ম রাখে। মধুর মাধুৰ্য্য রস ঐশ্বৰ্য্যেতে ঢেকে । জীবেরে ভুলার প্রভু দেবীয়ে ঐশ্বৰ্য্য ৷ প্রেমিক ভক্তের স্থানে গড়াল মাধুর্য্য । প্রধান গার্হস্থ্য ধৰ্ম্ম গৃহস্থের কাজ । পয়ার প্রবন্ধে কহে কবি রসরাজ । শ্ৰীশ্ৰীগুরু-চাদ-মাহাত্ম্য ॥ পয়ার । ঠেকিয় রোগের দায় যায় প্রভু স্থানে । অমনি আরোগ্য হয় মুখের বচনে ॥ ডুমরিয়া বাসী মহাভারতের নারী । প্রভু স্থানে গেল এক পুত্র কোলে করি ॥ " সেই বালকের প্লীহা যকৃত লীবার । ছেলের বয়স প্রায় সপ্তম বৎসর : হাত পা গিয়াছে খেয়ে জাগিয়াছে হাড় । ঘন ঘন শ্বাস বহে প্রাণ বড় ফঢ় ॥ অদ্য বা কল্য মরিবে চলিতে অচল । হাত পায় সোত বয় করে টলমল ॥ " প্রভুর নিকটে গিয়। দিন ফেলাইয়া । মুত্তিক। উপরে তারে রাখে শোয়াইয়। ॥ প্রভু বলে এ বালক আনিয়াছে কেটা! মরিবে ন৷ এ বালক উঠ উঠ উঠা। তিল চাউলের ছাতু পাক ব্লন্ত দিয়া। : খাওয়াইও পিত্তলের পাত্ৰেতে মাধিয়া ॥ সরিষার তৈল তার সব্ব অঙ্গে মেখে। নিশ ভোরে সপ্তাহ খাওয়াইও এ বালকে ॥ বালকের মাত কহে ধরিয়া চরণ । এই লপ্ত দিন এর ব্ল'বে কি জীবন। প্রভুর চরণ ধরি ফুলে ফুলে কাদে । , মরুক বাচুকু প্ৰভু রেখ এরে পথে ॥ পরিশিষ্ট খণ্ড । - S్చరి% t i f f প্রভু কহে এই রোগে যদি সারা যায় ॥ আমি তোর ছেলে হ’ব কপালে যা হয় । এই ছেলে সপ্তদিন মধ্যেতে সারিব । এই পুত্র মরে যদি আমি ছেলে হ’ব । , এত বলি দিল তার মাত ল’য়ে গেল । সপ্তাহ মধ্যেতে ছেলে আ3োগ্য হইল । অমনি অfঃাম ছেলে রূপবান হ’ল । - কোন দিনে কোন ব্যাধি নাহি যেন ছিল । যে রোগের বৃদ্ধিঘাতে,তাই বলে খেতে । i অমনি আরোগ্য ব্যাধি মুধের বাক্যেতে ॥ একদিন গোসাঁই আমাকে সঙ্গে করি । ভক্তের ভবনে ঘন বলে হরি হরি ॥ যাত্র করিলেন গ্রাম নারিকেল বাড়ী । যাইতেছি মহানন্দ পাগলের বাড়ী । গোসাই নিকটে বসি চিন্তি ত অন্ত । • অস্তরে ভাবনা যে বাধিব একঘর : কিরূপে বঁধিল ঘর উঠা’ব কিরূপে । ইহাই ভেবেছি বসে প্রভুর সমীপে । প্রভু বড় দৰ্প করি কহে সে সময় । কোথা বা বসিয়া আছ গিয়াছ কে;পায় । এই পদ্মবনে দেৰ কমলার স্থিতি । e পদ্মবনে সদা হরি করেন বসতি ॥ - শুনিয়াছ ভারতের প্রথম প্রস্তাপ । এই পদ্মবনে বাস করেন মাধব ॥ শ্লোক । তুলসীকাননং যত্র যত্র পদ্ধ নানি চ । পুরাণপঠনং যত্র তত্ৰ সন্নিহিতে হরিঃ ॥ পয়ার । শাস্ত্র গ্রন্থ তাহ। তুমি জান ভালমতে । পদ্মবনে কিবা শোভ ন দেথ চক্ষেতে ॥ পদ্মবনে আসিয়। কি জন্য ভক্তি ছাড় । কোথায় বসিয়া কোন আগুনেতে পোড় । এই পদ্মবনে কেন না হও ভ্রমল্প । গোবরের পোকা হ’য়ে তল্লাস গেfবই । তাহ শুনি তারকের মন ফিরে গেল । গুরুটাল পাদপদ্ম হেরিতে লাগিল । মনের মালিন্ত ঘুচে হইল নিৰ্ম্মল । প্রেমে গদ গদ চিত্ত আখি ছল ছল ॥ তারকের মনে তথা হ’ল এই ভাব । এ হেন মাসুষ আর কে ধ। গিয়া পা’ব ৷
পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/২৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।