পাগল ওপার থেকে কহিছে ডাকিয় । , সীতারিয়া সীতারিয়া কেহ যায় পারে । । অনুমান দুই ব্লুসি আড়ে পরিসর। লম্ফ দিয়া মহানন্দ হ’য়ে গেল পার । : জলেতে নামিয়া সবে হরিবোল দিয়ে । , বাপাইয়া সণতারিয়া গেল পার হয়ে । গভীর খালের মধ্যে চারি হাত বারি। | হরি বলে লম্ফে ঝম্পে সবে দিল পাড়ি ॥ গোচরে যতেক গুরু খাল কিনারায়। .. দৌড়িয়া-আলিয়া-খাল পার হতে ছায় - তোরা প্রেমানন্দ কর ওপর থাকিয়া । থাকৃ থাকু ব'লে, ঘুরে ঘুরাইল যষ্টি। থামিল গরুর পাল তাহা করি দৃষ্টি। ও পারে নাচিছে গরু এপারে মানুষ । পশু কি মানব সব হারিয়াছে হুষ । মতুয়ার মাতোয়ার বলি হরি হরি . . . চারি পাঁচ জনে ধরে বাহু পসারিয়া : তদ্রুপ রাখালগণে ধরিয়া বরিয়া ॥ রাখাল গণেরে সব দিলেন বিদায় । , উত্তর পারেতে গেল গোপাল যথায় । , গাপাল শাস্তা'য়ে নিল যতেক গোপাল । গোপাল বাছিয়া নিল যার যে গোপাল – এদিকে মতুয়াগণ হরিধ্বনি দিয়া • সাহাবাজ পুরে, সবে উতরিল গিয়া ॥ ৯ কতকাংশ জয়পুর কতক কুন্দলী । ৯, . হরিনাম করে সুবে প্রেমনীরে ভাসি। .: কতকাংশ রহিলেন সাহাবাজপুর। মহানন্দ রহে আর অক্ষয় ঠাকুর । - পূৰ্ণচন্দ্র অধিকারী হরিশ্চন্দ্ৰ পাল ॥ তপস্বী পালের বাড়ী কীৰ্ত্তন রসাল ॥ છે ঐঐহরিলীলামৃত। পিছে ছিল মহানন্দ পাগলের দল। . অৰ্দ্ধনিশী পৰ্য্যন্ত হইল সংকীৰ্ত্তন। . . . দ্রুত বেগে উতরিল বলি হরিবল ॥ , , , ঘাটে পথে মাতিলপুরুষ-নারীগণ ॥ ৯৯১ নাচিছে মানুষ গরু তার মধ্য দিয়া - । রামাগণে যায় সবে আনিবারে জল ৷ : হাতে হাতে ধরাধরি চলেছে ধাইয়া । - হুহুধবনি দেয় আর বলে হরিবল : ; চলেছে দক্ষিণ দিকে জ্ঞান নাহি আর স্ত্রীপুরুষ বেই জনে যেই কধ্যে বায়। : লম্ফ দিয়া জটকের খাল হ’ল পার । , চক্ষে জল ঝরে জার হরিনাম লয় ॥ তাহা দেখি লম্ফ দিয়া পড়ে লোক সব । , কীৰ্ত্তন হইল সাঙ্গ বিশ্রামে সবায় । . . .: রাখালের লম্ফ দিল মনেতে উৎসব । দুই তিন পালেঙ্কায় কেহব পীড়ায় ) জলে পড়ি কেহ কেহ ঝাপাঝাপি করে। । প্রাঙ্গণে তপস্বীপাল আর হরিপাল। : - হেনকালে দধি জিতে আইল গোয়াল : বাগস্কন্ধে হরিনাম করিতে করিতে i + 1, . দুই জন করে নৃত্য প্রাঙ্গণ মাঝেতে ॥ : হরিপাল ধরি তার বাগ নামাইল । : : মতুয়ারা সবে মেলি ভোজন করিল শু নাম গানে মত্ত হ’য়ে নিশী পোহাইল ॥. :প্রাতে সবে জয়পুর গমন করিল : জয়পুর উত্তরিল সাধনার বাড়ী ৷ :P প্রেমেমত্ত সকলে করিছে দৌড়াদৌড়ি ম _ কুন্দগী নিবাসী নাম দীননাথ পাল। ব’ক , হরিনামে মত্ত হয়ে হ’য়েছে বেহাল । ** তার ছিল মহাব্যাধি নাসিকাগ্র ফুল। " নাকের নীচায় ফুলে বর্ণ হ’ল ধলী ॥ - ণ মুখে চাকা চাকা দাগ রসপিত্ত দোষ। " ব্যাধি যুক্ত তার মনে সদা অসন্তোষ ॥ ৮ তার নারী স্বপ্নে দেখে ব্যাধি হ’বে যাপ ॥. জয়পুরে তারকে ডাকিলে ধৰ্ম্ম বাপ * তারকে ডাকিল বাপ ব্যাধি সেরে গেল।সেই হ’তে দীনপাল বড় ম’তো হ’ল n · 2 মানসিক ছিল তার মহোৎসব দিবে। নিবেদিল পাগলের শ্ৰীপদ পল্লবে। গললগ্নি কুতবাসে পাগলেরে কয়। মহোৎসব দিতে হ’বে কুন্দসী আলয় ॥ r; একখানি বাড়ী করিয়াছেন তারক। :s: দীনে পাল, অাছে সেই বাড়ীর রক্ষক ॥৮ তারকের দাস আমি থাকি সেই ঠাই . : দয়া করি সেই বাড়ী চলুন গোসাই ॥ ৮ তাহা শুনি পাগল চলিল সেই বাড়ী ৷ - মতুয়ারা সবে যায় করি দৌড়াদৌড়ি . মতুয়া ‘একত্র দ্বীননাথের বাটীতে । * কীৰ্ত্তন করিছে সবে মহানন্দ্ৰে মেতে ॥ "
পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/২৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।