* - '. - পরিশিষ্ট খণ্ড । আমি ধরি বলে জলে নামূিল সকল । বলে কই রাই কই সে নীলকমল ॥ জলে নামি করে সবে শু্যাম অন্বেষণ । ডুব দিয়া মহানন্দে করে দরশন। . কেহ বলে রাই শু্যাম করে জলকেলি । জলে নামি করে সবে জল ফেলাফেলি । * কেহ বলে গঙ্গাজল সেচে দিব ফেলে । জলধর লুকা’য়েছে কালীগঙ্গা জলে ॥ কেহ বলে আর কত কঁাদিবি অকুলে । , কেহ বলে জলে জলে চল যাই কুলে । কেহ বলে কুল গেল বিরাজার কুলে । কেহ বলে কুল কাল কাজ কিগে কুলে। কেহ বলে কুলে জেলে দিয়াছি অনল । কেহ বলে জল ঢেলে কর গো শীতল ? কেহ বলে ভাষা কুল কুলে দিয়া জল । কেহ বলে কুল সাথে যাবে কার বল । কেহ বলে কুল ধূরে খাবি নাকি জল । কেহ বলে কুল যাক কুলে যাই চল । এতেক বলিয়া সবে চলিলেন বেগে । হরি পাল অক্ষয় ঠাকুর চলে আগে । হয় ধ্বনি করে যত রামাগণে। ~- এসে হুলুধ্বনি দিল সৰ্ব্বজনে ॥ চন্দ্রকান্ত মল্লিক ধেয়েছে পাছে পাছে ! গাছবাড়িয়ার রামধন চন্দ্র নাচে ॥ মদন বিশ্বাস বলে চল চুপে চুপে। টের পেলে গুরুজন উঠিবেন খেপে ॥ এরুপেতে অপরূপ প্রেমের তরঙ্গ। পাগল সাতারে প্রেম সংকীৰ্ত্তম ভঙ্গ । স্বাভাবিক ভাবে সুস্থ হইলেন সব । নিবারণ বাটী হ’ল চিড় মহোৎসব ॥ অন্নভোজ করে সব মুকচাম্ব বাড়ী। পাগলে ধরিল মুকচাদের মা বুড়ী । , অক্ষয় ঠাকুর আর পাগলেকে ল’য়ে। " দুজনেকে ভুঞ্জাইল কোলে বসাইয়ে । পশ্চিমের ঘরে সবে বসিয়া নিভৃতে। : তারকে ডাকিয়া আনাইল নিকটেতে ॥ অক্ষয় ঠাকুরে করাইতে উপদিষ্ট । বলিলেন তারকেরে তুমি হও ইষ্ট । তারক কহেন ইহা অামি নহে পারি। উপদিষ্ট হউন ব্রাহ্মণ এক বরি ॥ অক্ষয় কাদিয়া কহে ব্ৰাহ্মণে কি কাজ । অংশ অবতার তুমি ইষ্ট দ্বিজরাজ ॥ " আমি যার পিপাসিত তাই যদি পাই। মোর প্রশ্নোত্তর দেন সব মহারথি । গুরু কোন জাতি হয় মন্ত্র কোন জাতি ৷ শুকদেব হাড়ির নিকটে মন্ত্রনিল । শুক পার্থী ছানা তবু বিপ্র আখ্যা পেল । পাগল তারকে কহে হরি সহকারী। পাগল কহেন আজ্ঞা দিলাম তোমায়। তারক কহিল অসম্ভব কিছু নয় । , কৰ্ণ মূলে মহামন্ত্র করিলেন দান। পাইয়া চিন্ময়ী শক্তি হ’ল শক্তিমান ॥ প্রেমানন্দে চলাচলি হইল সকল। জয়ধ্বনি করি সবে বলে হরিবোল ॥ স্বীয় স্বীয় স্থানে সব গমন করিল। শ্ৰীশ্ৰীহরিলীলামৃত তারক রচিল । . . তৃতীয় তরঙ্গ। ' বন্দন । জয় জয় হরিচাদ জয় কুঞ্চদাস । জয় ঐবৈষ্ণবদাস জয় গৌরিবাস । জয় ঐস্বরুপদাস পঞ্চ সহোদর। . পতিতপাবন হেতু হৈল অবতার। - জয় জয় গুরুচাদ জয় হীরামন । জয় এগোলোকচন্দ্র জয় ক্ৰলোচন : জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয়। জয় জয় মহানন্দ প্রেমানন্দ ময় ॥ জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ। . . নিজ দাস করি সৰ্বে কুর আত্মসাৎ i . .
পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/২৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।