বলে এই ভাগবত কবি লিখন।
কর্ত্তা মোরে অর্থ সাথে কিসের কারণ॥
স্নান না করিব আমি জল না খাইব।
অনাহারে আমি ছার জীবন ত্যজিব॥
তারক যাদব পরে বহু বুঝাইল।
নিবৃত্তি হইল কিন্তু মনে দুঃখ ব্লাল।
এই প্রেমে মাতিয়াছে মত্ত মাতোয়াল।
দীন জনে দয়া করে পরম-দয়াল॥
আরো কতজন মাতে অইচপাড়ায়।
মাগোয়ারা রাজেন্দ্র আইচ মহাশয়।
মহামান্য যুধিষ্ঠির বিশ্বাস সুজন।
তস্য পুত্র রাজনীবিশ্বাস মত্ত হন।
রাজেন্দ্র চিকিৎসা করে অর্থ নাহি লয়।
… এবে কিছু কিছু লয় তারক আজ্ঞায়॥
হরিবর সরকার পুর্ব্বেতে লিখিত।
লেখক যাদব হন তস্য বংশ জাত।
হরিবর যাদবের হন খুল্লাত।
পুনর্ব্বা এই গ্রন্থ তার কাঞ্চি ত॥
কর্ণাশুদ্ধি সংশোধক এই হরিবার।
বহু পরিশ্রম করি লিখে চারিবার |
জয় জয় গেীর চন্দ্র ৰূপ হরিশচন্দ্র।
জয় জয় হরিচাঁদ রুপ গুরুচন্দ্র।
জয় নিত্যানন্দ প্রভু ৰূপ মহানন্দ।
জয় জয়াদ্বৈত শক্তি শ্রীগোলোকচন্দ্র,॥
সবাকার আজ্ঞাবহ দাস এ তারক।
লীলামৃত গ্রন্থ লিখিবারে অপারক?
দশরথ গোলোকের আজ্ঞা শিরোধার্য্য।
কলিকল্পতরু গ্রন্থ শেষ লীলা পূজ্য। .
আদেশে এদাস এই গ্রন্থ বিরচিল।
হরিচাঁদ প্রীতে সবে হরি হরি লল।
প্রভু কৃপায় গ্রন্থ হ’লু সমাপন। .. . …
হরিচাঁদ শ্রীতে হরি বল সর্ব্বজন॥: