পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামকান্ত ধেয়ে গিয়ে বলে ওরে বসে । আদি খণ্ড । - $$. পরিশ্রম হ’য়েছে ছায়ায় এসে রস ॥ বামুকে করিয়া কোলে বলে মনো দুঃখে । ঘামিয়াছে চাদমুখ হাসি নাই মুখে ॥ ওরে বাসো ! তুমি দাড় বহিওনা আর । আমার বক্ষের নিধি বক্ষে রও অামার ॥ . এত বলি বাসুদেবে বসাইয়। বুকে । ঘুম পড় বলিয়। চুম্বিত চাদ মুখে ॥ শিষ্যদের ঘাটে গিয়া ঘোনাইত নাও । বলিত উঠরে বাসে শিষ্যবাড়ী যাও ৷ কান্ত লীলা মধুর, শুনিতে চমৎকার। ভনে শ্রীতারক খেলে জন্ম নাহি আর ॥ e রামকান্তের বাসুদের রথ যাত্ৰা । পয়ার রামকান্ত বাসুদেবে গলাগলী ধরে । শয়ন করিতে-সুখে শয্যার উপরে ॥ এই ভাবে প্রবীণ হইল রামকান্ত । বর্ণনে অতীত লীলা নাহি তার অন্ত ॥ " এদিকে ব্ৰাহ্মণগণ রথযাত্রা করে । , কান্তের হইল মন রথ করিবারে ॥ বঁাশ দিয়া রামকান্ত রথ বানাইল । বশে রথে বাসুদেব উঠিতে ইচ্ছিল ॥ অধিবাস দিনে সব লোক আসে যায় । লোকের সংঘট হ’ল লোকীরণ্য ময় ॥. ব্রাহ্মণের সবে মিলে করে পরামিশে । রথযাত্রা ন হইতে এত লোক অাসে ॥ আমাদের রথে কলা মানুষ হবে না। বৈরাগীর রথে কল্য লোক ধরিবে না ৷ ভাল বলি বাসুদেবে:দিলাম ফিরায়ে । এতেক আম্পৰ্দ্ধা তার বাদ হাট মিলা’য়ে ॥ কল্য প্রতে সবে সিলে গিয়া তার বাড়ী। আর বার বাসুদেবে ল'য়ে এস কাড়ী ॥ প্রভাতে সকল দ্বিজ ক্রোধভরে যায়। জোর করে বাস্বদেবে আনিল আলয় ॥ রামকান্ত বলে মম কি দোষ পাইলে । পরাণ পুতলি বামু কেড়ে নিয়া গেলে ॥ রথে উঠাইয়া দেখিতাম বাসুরাঙ্গে । দেখিতাম বাসুদেব কি রকম সাঙ্গে ॥ বাসুরে লইয়া গেলে আর লক্ষ্য নাই । লয়ে গেলে বাসুরে জগার কাছে যাই ॥ অবশ্ব যাইব আমি জগার নিকটে । দেখি সে বাসুর মত উঠে কিনা উঠে ॥ যাত্রা করে রামকান্ত ক্ষেত্র বাইবারে । " পথে যেতে দৈববাণী হইল তাহারে । ফিরে বাও রামকস্তি যাও নিজালয় । অবশু যাইব রথে মোরা দু’জনায় ॥ অামি বাব আর তব বাসুদেব যাবে । দুজনার রথযাত্রা দেখিবারে পা'বে ৷ শুনে শান্ত রামকান্ত এল আখড়ায় । প্রেমে পুলকিত চিত নাচিয়। বেড়ায় ॥ হাসে কাদে নাচে গায় হাতে দিয়া তালি। ক্ষণে ক্ষণে লম্ফ দেয় দুই বাহু তুলি । ডেকে বলে ভক্তগণে আমি ত দুর্ভাগ। তোমাদের ভক্তি-জোরে’আসিবে সে জগা ॥ উৎকলেতে থাকে জগা বড়ই দয়াল । চলে না জগার রথ না গেলে কাঙ্গাল ॥ কাঙ্গালের বন্ধু জগা কাঙ্গালেব বন্ধু । জগা বাসে। এবার তরা’বে ভবসিন্ধু৷ যাইতে ছিলাম ক্ষেত্রে জগারে আনিতে ॥ পথ মাঝে দৈববাণী হইল দেবেতে ॥ জগা বাদো দুইজন উঠিবে সে বুথে। দেখিব যুগলৰূপ বাসনা মনেতে ॥ ব্রাহ্মণের শালগ্রাম উঠাইয়। রথে । রাথযাত্রা নিৰ্বাহ করিত বিধিমতে ॥ অদ্য তারা বাসুদেবে রথে উঠাইয়া ! নিৰ্বাহ করিল সুখে রথযাত্রা ক্রিয়া ॥ দ্বিজদের রথযাত্র। সকালে হইল । বৈকালে কান্তের রথে বাজার মিলিল । বহু লোক সংঘটন হৈল সেই রথে । এত লোক হইল ধরে না বাজারেতে ॥ খাদ্য বস্তু বাদ্য বস্তু শিল্প পুত্তলিকা। ক্রয় করে যুবা বৃদ্ধ বালক বালিকা ৷ কুস্তকার মৃন্মগ্ন পাত্র মৃন্ময় ছবি । চিত্ৰ ঘট চিত্র পট চিত্র দেব দেবী ॥ কেন৷ বেচা হয় কত কে করে গণন । স্থানে স্থানে হয় হরিনাম সংকীৰ্ত্তন ॥ " অপরাহ্ল হ’ল দিব৷ যমেক থাকিতে । ব্ৰহ্মণের দেখে বাসুদেব নাই রথে ॥