পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় অমরের বৈরাগ্য ও আশা অমর তাহার অট্টালিকার একতম কক্ষে শয্যায় শায়িত। পাশ্বে পূর্ণ যৌবনা পত্নী অম্বিক নিদ্রিতা। তখনও স্বৰ্য্যদেব পূৰ্ব্বকাশে দেখা দেন নাই । অমরের ঘুম ভাঙ্গিয়াছে, কিন্তু ঘোর ছাড়ে নাই। সহসা তিনি শুনিলেন, দূরে,—প্রাসাদের বাহিরে কে গাইতেছে— * আর কত ঘুমাবে, উারে ভুলে রহিৰে, .." নয়ন মুদিয়া ভেবে দেখ না । ধনজন পরিবার, জ্ঞান পদ অহঙ্কার, সঙ্গে কেউ ত যাবে পী । কে আছ করুণাভিখারী, স্মরণ লও তাহারি, সময় ব’য়ে গেলে আরত পাবে না । অলিত্যে হুইয়া মগন, ভুলে আছ নিত্যধন, যে দিন চলে যায় সে দিন ত আর ফেরে না । অমর চমকিয় শয্যায় উঠিয়া বসিলেন এবং উৎকর্ণ হইয়া సెల