পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় —অমরের বৈরাগ্য ও আশা

  • সন্তোষ। আমি ত কিছুই বুঝছি না দাদা।

অমর। আমি শয্যায় শুয়ে ছিলাম, তখনও প্রভণত হয় নি ; এমন সময় একটা মধুর সঙ্গীত শুনলাম। শুনতে শুনতে আমার ভিতর কি একটা জেগে উঠ ল । আমি তখনই সে দরবেশের অনুসন্ধানে চারিদিকে লোক পাঠালাম, কিন্তু কেউ তাকে পেলে না। তখনই বুঝলাম, এ প্রভুর দূত, অন্তরীক্ষ হ’তে গেয়ে আমার . বুকের ভিতরের নিদ্রিত দেবতাকে জাগাতে এসেছিলেন । সমু, * আজ বড় আনন্দের দিন, প্রভু আমাদের স্মরণ করেছেন। সমুর মুখও আনন্দে সমুজ্জল হইয়া উঠিল। তিনি আনন্দে অধীর হইয়া বলিয়া উঠিলেন, "চল দাদা, আমরা নীলাচলে ছুটে যাই—দাসত্ব আর না।” অমর। অপেক্ষা কর সমু, প্রভুর যখন কৃপা হয়েছে, তখন আর আমাদের ভাবনা কি ? ঠিক্ সময়ে তিনি উদ্ধার করবেন। সন্তোষ। তুমি আমার চেয়ে ঢের ভাল বুঝ, দাদা, কিন্তু আমার মন কেমন অশান্ত হ’য়ে উঠেছে ; ইচ্ছা করে নীলাচলে ছুটে হাই । অমর। জানই ত প্রভু এখন নীলাচলে নাই । তিনি দাক্ষিণাত্যে গিয়াছেন, কি কোথায় গিয়াছেন, তাহাও কেহ জানে না। তাহাকে খুজিয়া কেহ পাইবে না, কিন্তু তিনি ঠিক সময়ে তোমাকে খুজিয়া লইবেন । సె&