পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রীসনাতন গোস্বামী রঘু। বেশ করেছ ; গুণ অনেক । ইল্প। তুমিই কেবল আমার সব কাজে দোষ দেখ ; নিজের গুণ কত । মা বাপকে দিবারাত্র কাদাচ্ছেন। রঘু। হা গৌরাঙ্গ ! কবে যে এ কয়েদখান হ’তে মুক্ত হব ! ইল্ল । সে আর এ জীবনে নয় । রঘু। নিশ্চয় একদিন হ’ব, তোমরা কেউ ধরে রাখতে পারবে না । ইল্প। ওরে বাপ রে, মানুষ ত ওই ! আমি একই যথেষ্ট, ঠাকুর আবার হাজার লোক পাহারা দিতে রেখেছেন। আমার পোড়া কপাল ! রঘু। দেখ ইয়লা, যে দিন প্রভু আমায় ডাকবেন, সে দিন তোমরা লক্ষ লোক নিয়ে আiময় ধরে রাখতে পারবে না । ইল্ল । আচ্ছা তখন বুঝা যাবে তোমার ও তোমার প্রভুর . গায়ে কত শক্তি । - রঘু। তুমি পাপিষ্ঠী, তোমার মুখদর্শন করলেও পাপ হয়। ইল। আমি না হয় পাপের বোঝা নিয়ে সরে পড়লুম—তুমি পুণ্যি কর। কি বলব তুমি স্বামী ! ইল্পলা সদৰ্পে প্রস্থান করিলেন। তখন রঘুনাথ করযোড়ে প্রভুর উদ্দেশে বলিতে লাগিলেন, “আর কত দিনে আমায় এ ংসারারণ্য হ’তে মুক্ত করবে প্রভু ? আর যে পারি না, অরণ্য So 8 w