পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়—প্রভু রামকেলিতে কেশব । আমি দেখে এসেছি ; একজন হিন্দু ফকির , তার হাজার হাজার ভক্ত নিয়ে বৃন্দাবনে চলেছেন। স্থল। সে কি ! ফকির তাদের খেতে দেয় কি ? কেশব । ফকির নিজে ভিক্ষুক, তিনি অপরের আহার যোগাবেন কোথা হ’তে ? কথাটা সুলতানের বিশ্বাস হইল না ; তিনি সহর কোতোয়ালকে ডাকিলেন, কোতোয়াল বলিলেন, এ হিন্দু ফকির সাধারণ মনুষ্য নছেন ; ইনি যখন গান করেন, তখন বৃক্ষ সকল মাথা নোয়াইয়া প্রণাম করে। সুলতান আরও বিস্মিত হইলেন, জিজ্ঞাসা করিলেন, “ফকির দেখিতে কেমন ?” কোতোয়াল তখন প্রভুর রূপ বর্ণনা করিলেন— “জিনিএ কনককান্তি প্রকাণ্ড শরীর । আজামুলম্বিত ভুজ নাভি সুগভীর। সিংহগ্রীব, গজস্কন্ধ, কমল নয়ন কোটি চন্দ্রে সে মুখের না করি সমান । 米 讹 来源 অরুণ কমল যেন চরণ যুগল দশ নখ যেন দশ দপণ নিৰ্ম্মল 米 米 来 来源 ు 9 సె