পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়—প্রভু রামকেলিতে অমরনাথ একটু হাসিলেন, কোন ও উত্তর করিলেন না ; জিহবাগ্রে উত্তর অসিয়াছিল—যে ভাণ্ডার হ’তে তিনি আপনাকে আমাকে খাওয়াচ্ছেন । সুলতান। আমার এত ভৃত্য, এত সৈন্য আছে, কিন্তু ছয় মাস তাদের দরমা না দিলে, তা’র আমার নকুরি ছেড়ে চলে যাবে, এমন কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্ৰ ক’রে আমাকে মেরে ফেলবার চেষ্টা করবে। কিন্তু এই ফকির, যা’র কাউকে এক কড়ি দেবার সামর্থ নেই, তার সঙ্গে কিনা লক্ষ লোক ঘরদ্বার ছেড়ে আজ্ঞাবহ হয়ে চলেছে ! তাজ্জব ! অমর। কড়ির চেয়েও একটা বড় জিনিষ আছে জাহাপনা । স্কুল । সেটা কি ? অমর । ভগবানের নাম । সুল। আমরা ও ত আল্লার নাম মসজিদে গিয়ে নিয়ে থাকি, আর দিয়ে ও থাকি। প্রজাদের ধৰ্ম্মের জন্তে মোল্লা রেখেছি, মসজিদ বানিয়েছি । অমর । দুই-ই ধরে থাকলে হবে না জাহাপনা ! নয় আল্লা, নয় কড়ি । , তুল । তুমি কি তবে বলতে চাও, আমরা যে খোদাকে এত ডাকৃছি সব বৃথা হচ্ছে ? অমর। বৃথা হচ্ছে না—ষ্ঠার নাম কখন বৃথা হয় না ; তার > > >