পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী জিহবা কখন মিথ্যা ভিন্ন সত্য বলতে পারেনি, সে জিহব। কিরূপে কৃষ্ণনাম বলবে ? যে হৃদয় পরের হিংসা ব্যতীত পরের উপকার চিন্তা কখন করেনি, সে হৃদয় কিরূপে কৃষ্ণধ্যানে তন্ময় হ’বে ? প্রভু। আজ তোমাদের পুনর্জন্ম হ’ল ; আমি তোমাদের নাম দিলাম—সনাতন ও রূপ এই নামে তোমরা দুই ভাই অতঃপর পরিচিত হইবে। তোমরা কৃষ্ণনাম মহামন্ত্র জপ কর, অচিরাং কৃষ্ণের কৃপায় মুক্তিলাভ করিবে । উভয়ের দেহমধ্যে এক তাড়িত-প্রবাহ প্রবেশ করিল ; সমস্ত শিরার মধ্য দিয়৷ সেই শক্তি সঞ্চালিত হইল এবং কাহাকে যেন ঠেলিয়া উঠাইয়া জাগাইল ; সেই বেগভরে র্তাহীদের দেহ কাপিয়া উঠিল। রূপ ( সন্তোষ ) এতক্ষণ নীরব ছিলেন ; গলায় বস্ত্ৰ দিয়া যুক্তকরে অশ্রুপূর্ণলোচনে প্রভুর পানে চাহিয়া বসিয়াছিলেন। এখন সহসা বলিয়া উঠিলেন, “একি ! , আমার প্রাণের ভিতর এমন হ’চ্ছে কেন ? কোথা হ’তে যেন একটা অসীম শক্তি এসে আমায় কঁাপিয়ে তুলছে। যে জিহ্বা কখন কৃষ্ণনাম বলেনি, সে জিহবা কেন কৃষ্ণনাম নিয়ে ছুটে চলেছে ? কে যেন আমার প্রাণের ভিতর একটা স্নিগ্ধ জ্যোতিতে সব আলো ক’রে দেখা দিয়েছে। এ যে বঁাশী হাতে ক’রে চরণের উপর চরণ দিয়ে দাড়াল। এ কে? মরি মরি, কি সুন্দর । সমস্ত আকাশের নীলবর্ণ যেন গ’লে >>b"