পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—নিত্যানন্দের হরিনাম বিতরণ সনা । জনতা ক্রমে বাড়তেই থাকবে । প্রভু। সে কথা সত্য ; আমি তবে নীলাচলে ফিরে যাই । রূপ কহিলেন, “প্রভুর অনুমতি হয় ত আমি ও সঙ্গে যাই ।” প্রভু। না রূপ, এখন নয়—সময়ে যেও । রূপ। আবার কবে প্রভুর দর্শন পাব ? প্রভু। সত্বরই কৃষ্ণ তোমায় কৃপা করবেন। অরুণোদয়ের কিঞ্চিৎ পূৰ্ব্বে দুই ভাই প্রভূর নিকট হইতে বিদায় লইলেন। প্রভু তখন নিত্যানন্দকে বলিলেন, “এত লোক সঙ্গে নিয়ে বৃন্দাবন যাওয়া ঠিক নয় ; সনাতনের মুখ হ’তে কৃষ্ণের আদেশ পেলাম। চল, আমরা নীলাচলে ফিরে যাই।” নিত্যানন্দ একটু হাসিয়া বলিলেন, “তা জানি, তুমি এখান হ’তেই ফিরবে। বৃন্দাবন যাত্ৰাত ছল মাত্র। পঞ্চম অধ্যায় নিত্যনন্দের হরিনাম বিতরণ প্ৰভু গোঁড়নগর ত্যাগ পূর্বক দ্রুতবেগে অগ্রদ্বীপ-অভিমুখে ধাবিত হইলেন। নরোত্তম ঠাকুরের জন্মভূমি খেতরির কিছু দূরে পদ্মাপার হইয়া প্রভু সত্বর অগ্রদ্বীপে আসিলেন ; এবং তথায় গোবিন্দকে কৃপা করিয়া শান্তিপুরে আসিলেন। জননীর পাদবন্দন৷ >ペ>