পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী করিয়া তথায় মাধবেন্দ্ৰ-তিথি পৰ্য্যন্ত অপেক্ষা করিলেন। পরে দ্রুতপদে নীলাচল-অভিমুখে ধাবিত হইলেন। প্রভুপাদ নিত্যনন্দকে সঙ্গে লইলেন না – বাঙ্গালীয় রাখিয়া গেলেন, হরিনাম প্রচারের জন্য। প্রভুপাদ বৰ্ত্তমান কলিকাতার সন্নিটবৰ্ত্তী পাণিহাটী গ্রামে ভক্ত ও ধনী রাঘবের বাটীতে অবস্থান করিয়৷ হরিনামে দেশ মাতাইতে লাগিলেন। সপ্তগ্রামে রঘুনাথ তাহা শুনিলেন। প্রভুপাদের চরণবন্দনা করিবার জন্ত র্তাহার মন ব্যাকুল হইল। পিতার নিকট অনেক মিনতি করিয়া পাণিহাটীতে আসিতে রঘুনাথ অনুমতি পাইলেন । অবশু্য প্রহরী র্তাহার সঙ্গে চলিল। বিদায়কালে গোবদ্ধন বলিয়াছিলেন, “তুমি যাহা কর, যত ইচ্ছা ব্যয় কর, আমার কোন ও আপত্তি নেই, কিন্তু কতকগুলো সন্ন্যাসীর পাল্লায় পড়ে সংসার ত্যাগ করে না ।” সুরম্য ও সুসজ্জিত তরণীতে উঠিয়া রঘুনাথ চলিয়াছেন। সঙ্গে কয়েকজন বয়স্ত আছেন ; ইহা পিতার দান। রঘুনাথের মন প্রফুল্ল রাখিবার জন্য সঙ্গীতামোদী সংসারমুখী কয়েকজন নবীন যুবককে গোবৰ্দ্ধন সঙ্গে দিয়াছেন। রঘুনাথ আপত্তি করেন নাই, কিন্তু তাছাদের সহিত এই সত্ত্ব করিয়াছিলেন যে, তাহারা ঈশ্বরপ্রসঙ্গ ছাড়া গ্রাম্য কথার আলোচনা করিতে পরিবে না । তরণী যখন পাণিহাট গ্রাম হইতে কিয়দ রে, তখন আরোহীর > Rー