পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী “ষে নাম নেবে সেই যাবে।” “সেখানে কি সব খড়ের ঘর ?” । প্রভুপাদ উত্তর না করিয়া সকাতরে বলিলেন, “একবার গৌর বল ।” লোকটা উত্তর করিল, “তা’ বই কি, আমি ওই নামটা ক’রে গোল্লায় ঘাই, আর এখানে আমার মেয়ে ছেলে না খেতে পেয়ে মরে যা’ক্‌ । ও-সব হবে না ঠাকুর ।” প্রভুপাদ । তুমি ত কঠিন ন ও ; একবার গৌর বল—সময়ে গৌর তোমায় উদ্ধার করবেন। নাম গ্রহণে অনিচ্ছুক ব্যক্তি উত্তর করিল, “এমন সোণার সংসার, স্ত্রী-পুত্র ছেড়ে আমি গোলোকে যেতে চাই না ।” প্রভুপাদ । একদিন ত ছড়িতে হ’বে ভাই । ব্যক্তি। মরতে হ’বে বলছ ? তা’র এখন ঢের দেরী ; এ’র পরে দেখা যাবে। দ্বিতীয় ব্যক্তি অগ্রসর হইয়া কহিল, “আচ্ছা ঠাকুর, তুমি গোলোক দেখেছ ?” প্রভুপাদ । গোলোক দেখিনি, গোলোকপতিকে দেখেছি। ভাই একবার গৌর বল । ২য় ব্যক্তি। গোলোকে যেতে আমার কিছুমাত্র ইচ্ছা নেই। প্রভুপাদ । ভাই, গৌর ব’লে আমায় কিনে লও। ১২৪