পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে । একি, নাম যে আমার রসনা ছাড়তে চাচ্ছে না। আগে মুখে নাম বলছিলাম, এখন যে বুকের ভিতর হতে নাম ঠেলে উঠছে। এ আবার কি ফ্যাসাদ হ’ল ! ছেলে মেয়ে ঘরদের সবই যে ভুলে যাচ্ছি, শুধু সেই নামই মনে পড়ছে—কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ-ঠাকুর, তুমি আমার এ কি করলে ? আহা, কি মধুর নাম ! এ নাম কোথায় এতদিন লুকান ছিল ! নাম গাইতে গাইতে তিনিও নিত্যানন্দের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। অপর এক ব্যক্তিকে ধরিয়া প্রভুপাদ বলিলেন, “ভাই, একবার কৃষ্ণ বল ।” ৪র্থ ব্যক্তি। আমি গোড়ায় সাফ ব’লে দিচ্ছি আম হ’তে ও-সব পাগলামী হবে না—ধেড়ে মিন্সে সদর রাস্তার উপর দিয়ে ধেই ধেই ক’রে নাচতে নাচতে চলেছেন—লজ্জাও করে না ! প্রভুপাদ । আমার কোলে বসে একবার হরি বল ভাই, একবার কৃষ্ণ বল । ৪র্থ ব্যক্তি। গোড়াতেই সাফ ব’লে দিইছি ত । প্রভুপাদ । আমি তোমার দাসানুদাস—আমার প্রতি কৃপা ক’রে একবার কৃষ্ণ বল, একবার গৌর বল। ৪র্থ ব্যক্তি । ঠাকুর মহলের একটা নামও আম হ’তে হবে >みや