পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়—পরীক্ষা ক্ষীর আবার আসিল । দধি ক্ষীরের আর প্রয়োজন ছিল না— চোখের জলেই চিপিটক ভিজিয়াছিল । o রঘুনাথ ভোজনে বসেন নাই, তিনি এক বৃক্ষের অন্তরালে দাড়াইয়া যুক্তকরে গলদশ্রলোচনে প্রভুকে দেখিতেছিলেন। নিত্যনন্দ বলিলেন, “আর কান্না কেন রঘুনাথ ? প্রভু যখন তোমার ভিক্ষা গ্রহণ করেছেন, তখন তোমার মনস্কামনা অচিরাং পূর্ণ হ’বে ।” রঘুনাথ আনন্দে বিহবল হইলেন। ষষ্ঠ অধ্যায় - পরীক্ষা কাৰ্ত্তিক মাস ; শীত তখনও পড়ে নাই। একদা প্রভাতে রূপ ও সনাতন পদব্রজে গঙ্গাশ্লানে চলিয়াছেন। তখনও স্বৰ্য্যদেব আকাশে দেখা দেন নাই –তাহার রক্তবসনা গৃহদেবী সবে উঠিতেছেন। পৃথিবীর মানুষ তখনও জাগে নাই, দেবী দর্শনার্থে দুই চারি জন জাগিয়াছে মাত্র। পথে জনকোলাহল নাই—কিন্তু গাছের মাথায় পাখীর কোলাল আরম্ভ হইয়াছে। “ w)