পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী মন্ত্রিযুগলের সঙ্গে পাইক নাই, কেবল দুই জন ভূত্য বস্ত্রদি লইয়া পশ্চাতে দূরে দূরে আসিতেছিল। রূপ বলিতেছেন, "দাদা, এ রকম ক’রে ত আর দিন যায় না—আর যে পারি না।” সনাতন। ধৈর্য্য ধর ভাই ; প্রভু যখন বলেছেন, আমরা সত্বর মুক্তি লাভ করব, তখন তুমি নিজের জন্য কেন আর চিস্তা কর ? : রূপ। চিন্তা যে অনেক দাদা ; জীবন যে অবিরাম বয়ে চলেছে—আমার শত অনুরোধে ও অপেক্ষা করছে না । যে চিন্তা লয়ে প্রভাতে উঠি, সেই চিন্ত লয়ে দিবাসাস্তে শয্যা গ্রহণ করি । । হিসাব মিলায়ে দেখি, আয় কিছু নাই—ব্যয়ই বেশী । সনা । যে আয় ক’রে নিয়েছ, তাহা ত আর ব্যয় হ’বার নয় । প্রভুর চরণধুলি যে মাথায় আছে ভাই। রূপ । দাদা, আমি প্রভুকে ছেড়ে আর থাকতে পারছি না ; প্রতিমুহূর্তে ইচ্ছা করছে নীলাচলে ছুটে যাই । সনা । তার আদেশ না পেলে যেতে পার না | রূপ। তবে তুমি তাকে এখানে ডাক না কেন দাদা ! তুমি ডাক্লে তিনি স্থির থাকৃতে পারবেন না। সনা । ভক্তে ডাকলেই তিনি অস্থির হন ; তাই ব’লে কি ভক্তের উচিত তাকে কষ্ট দেওয়া ? তার যা মন চায়, তিনি তাই করুন ; যদি আমাদের জীবন্ত দগ্ধ করতে ইচ্ছাময়ের বাসন হয়, আমরা সানন্দে তার আদেশ মাথা পেতে নেব । ১৩২