পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়—পরীক্ষা রূপ । আচ্ছা দাদা, প্রভু আজও নীলাচল ত্যাগ ক’রে বৃন্দাবন গেলেন না কেন ? গত বৎসর ত এই সময় নীলাচল হ’তে যাত্র করেছিলেন । সনা । আমার কি বিশ্বাস শুনবে রূপ ? প্রভু নীলাচল ত্যাগ করেছেন । রূপ । তিলি নীলাচল ত্যাগ করলে আমাদের চরেরা এসে ংবাদ দিত । চার জন লোক শ্ৰীক্ষেত্রে বসে রয়েছে, প্রভুর সংবাদ অনিবার জন্যে ; এক জন ও অন্তত ছুটে এসে খবর দিত । সনা শীঘ্রই সে সংবাদ পাবে। রূপ । তুমি কেমন করে জানলে দাদা ? সন। । আমি ধ্যানে দেখেছি, প্রভু নিবিড় জঙ্গলের ভিতর দিয়ে ছুটে চলেছেন । - রূপ বিস্মিত হইলেন ; ভাবিলেন, আমি কেন ধ্যানে প্রভুকে দেখিতে পাই না ? উভয়ে তখন গঙ্গাতীরে আসিয়া দাড়াইয়াছেন । সনাতন বলিলেন, “দেখ রূপ, প্রভুর চরণরজঃ আর এই গঙ্গাবারি যা’র মাথায়, তার আর কোন চিন্তা নেই।” উভয়ে জলে নামিলেন এবং স্নানাদি সমাপনস্তে আবক্ষ জলে দাড়াইয় গঙ্গার স্তব করিতে লাগিলেন— `වL