পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী “দেবি সুরেশ্বরি ভগবতি গঙ্গে ত্রিভুবন-তারিণি তরলতরঙ্গে । শঙ্কর-মেলি-নিবাসিনি বিলে মম মতিরাস্তাং তব পদক-লে ॥” ইত্যাদি— তীরে উঠিয়া দেখিলেন, তাহদের প্রেরিত চরচতুষ্টয়ের মধ্যে একজন, ভূত্যদ্বয়ের পাশ্বে দণ্ডায়মান রহিয়াছেন। ব্যস্ত হইয়া রূপ জিজ্ঞাসা করিলেন, “সংবাদ কি ?” “প্ৰভু নীলাচল ত্যাগ করিয়াছেন।” উভয়ের বদন উৎফুল্ল হইল। রূপ ব্যস্ততাসহ জিজ্ঞাসা করিলেন, “কবে ? কোন পথে ? সঙ্গে কে ?” চর উত্তর করিল, “বিজয়া দশমীর দিন ঐক্ষেত্র ত্যাগ ক’রে ঝাড়খণ্ডের জঙ্গল-পথে বৃন্দাবনের দিকে চলেছেন । সঙ্গে বলভদ্র বলে একটা ভক্ত ব্রাহ্মণ আছেন ; কাউকে পূৰ্ব্বাহ্নে জানান নি, সঙ্গেও আর কাউকে নেন নি ।” রূপ তাহাকে পুরস্কারের আশা দিয়া বিদায় করিলেন ; পরে উভয়ে বস্ত্র পরিবর্তন করিয়া গৃহাভিমুথে অগ্রসর হইলেন । ভূত্যদ্বয় প্লানগর্থে পশ্চাতে রহিল । রূপ বললেন, "দাদা, এই বার আমি চলিলাম।” সন। হৃদয়ে যদি পূর্ণ বৈরাগ্য জেগে থাকে, তবে আমি বাধা দেব না—স্বচ্ছন্দে যাও । ల8