পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী সনাতন অঙ্গুলী সঙ্কেতে শয্যা দেখাইয়া দিলেন। রূপ চকিতে উঠিয়া উত্তরীয় টানিলেন। দেখিলেন, বস্ত্র নিম্নে বৃদ্ধার দেহ নাই। রূপ নিৰ্ব্বক্ ! সনাতন হাটু গাড়িয়া বসিয়া কাদিতে কাদিতে শয্যাপানে চাহিয়া বলিতে লাগিলেন, “প্ৰভু, কত দয়া তোমার। কত দয়া । ক’রে আজ তোমার ভূত্য দুটাকে স্মরণ করেছ । পরীক্ষা কত । করবে কর ; তোমার পরীক্ষায় তুমিই উত্তীর্ণ হয়েছ। আমি কে? তুমি পরীক্ষা, তুমি শক্তি। সনাতন তোমার। সনাতন ; যদি কখন বিপথগামী হয়, সে কলঙ্ক তোমার—সনাতনের নয়, ; দয়াময় !” wmammam সপ্তম অধ্যায় সনাতন বিদ্রোহী মাসাবধি হইল রূপ গৌড় ত্যাগ করিয়া প্রেমভাগ-অভিমুখে গিয়াছেন। র্তাহার কোন সংবাদ নাই। সুলতান মহারুষ্ট ; দবীর খাস নাই, টেকশালের অধ্যক্ষ বল্লভ নাই, আবার সাকর মল্লিক কার্য্যে অমনোযোগী। সুলতান কেশব থাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, “দবীর থাসের কোন সংবাদ পেয়েছ ?” । কেশব । পেয়েছি জনাব ; তিনি দেশে আছেন। }\రిy