পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী বিশ্বাস ও (৩) ছিলেন। পঠিত হইতেছিল, দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়। অম্বাস্থর, শ্ৰীকৃষ্ণ কর্তৃক নিহত হইলে পদ্মযোনি ব্ৰহ্মার মনে কেমন একটা সংশয় জন্মিল ; ভাবিলেন, এই অদ্ভুতকৰ্ম্ম বালকটি কে ? ইনি কি সত্যই ভগবান ? আচ্ছা, পরীক্ষা করা যাক্ ব্ৰহ্মার মোহ তখনও বৰ্ত্তমান, তাই তিনি ত্রিভুবননাথকে পরীক্ষায় প্রবৃত্ত হইলেন। বৎস ও বৎসপালদিগকে হরণ পূৰ্ব্বক মায়ায় অভিভূত করিয়া ব্ৰহ্মা এক পৰ্ব্বতগুহ্যমধ্যে তাহাদিগকে রক্ষা করিলেন। শ্ৰীকৃষ্ণ, বৎস প্রভৃতিকে দেখিতে না পাইয়া বিস্মিত হইলেন ; ক্ষণমধ্যে অন্তর্যামী ভগবান জানিতে পরিলেন, এ চৌর্য্য কাৰ্য্য ব্রহ্মার দ্বারা সাধিত হইয়াছে। তথন বিশ্ব-আত্মা শ্ৰীকৃষ্ণ মায়াদ্বারা একদল নূতন গোপাল ও বৎস স্বষ্টি পূর্বক তাহদের লইয়া গৃহে ফিরিলেন । গোপালদিগের জননীরাও বুঝিতে পরিলেন না যে, তাহদের প্রকৃত সস্তানের পরিবর্তে শ্ৰীকৃষ্ণ-মায়া-স্ব সস্তান তাহদের অঙ্কে বসিয়াছে। এইরূপে মায়া-রচি ত বৎস ও গোপালদিগকে লইয়া শ্ৰীকৃষ্ণ এক বৎসর লীলা করিলেন। বৎসরান্তে ব্ৰহ্মা আসিয়া দেখিলেন, কৃষ্ণ পূৰ্ব্ববৎ অনুচরবর্গ লইয়া ক্রীড়া করিতেছেন । তদৃষ্টে পদ্মযোনি ভাবিলেন, —গোকুলে যত বালক ও গোবৎস ছিল, সকলই আমার মায়া শয্যায় শায়িত রহিয়াছে—এখনও উত্থান করে নাই ; তবে (৩) হোসেন সার কৰ্ম্মচারী ; পরম পণ্ডিত, কিন্তু গৰ্ব্বিত । S8 e.