পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী এবার রাজবৈদ্য মুকুন্দ দাস আসিয়া বাধা দিলেন। তিনি ভক্ত ও পদকৰ্ত্তা নরহরি ঠাকুরের জ্যেষ্ঠাগ্রজ ভ্রাতা। শুধু তাই নয়, তিনি প্রভুর মহাভক্ত রঘুনন্দনের পিতা এবং মুলতানের প্রিয় চিকিৎসক। তিনি এক্ষণে সুলতান কর্তৃক প্রেরিত হইয়া উজির সাহেবের কল্লিত রোগের চিকিৎসা করিতে আসিয়াছেন । জিজ্ঞাসা করিলেন, “আপনার ব্যাধি কি সনাতন ঠাকুর ?” সনাতন । তুমি বৈদ্য, রোগ-নির্ণয় তুমিই করিবে । বৈদ্য । মানসিক ব্যাধি আমরা নির্ণয় করিতে পারি না । সনা । আমার কোন জাতীয় বাধি ? বৈদ্য । মানসিক । সন। তা’র প্রতিকার করতে পার কি ? বৈদ্য । না—আমি পারি না । সনা । উত্তম ; তবে এসেছ কেন ? বৈদ্য । সুলতান পাঠিয়েছেন, তাই এসেছি । সনা । আচ্ছা, এখন তবে যাও । মুকুন্দের ইচ্ছা হইল, সনাতনকে একটু পরীক্ষা করেন। এই উদ্দেশুপ্রণোদিত হইয়া বলিলেন, “তবে আমি মুলতানকে বলিগে যে, আপনি রোগশূন্ত, কিন্তু রোগের ভাণ করে গৃহে বসে রয়েছেন।” সনাতন গৰ্জ্জিয়া উঠিলেন ; বলিলেন, “ভাণ ! ভীণ দেখ ছ মুকুন্দদাস ? প্রহরি না, তুমি যাও মুকুন্দ ; আমার সামনে আর 98 रे