পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী থাকে, তবে আমাকে মুক্তি দিন—এ সম্মান, এ পদ-গৌরব হ’তে আমাকে অব্যাহতি দিন। সন্মান, গৌরব, অর্থ, এ সব আমি কিছুই চাই না,-আমি ফকির হতে চাই ; দয়া করে আমার সব "কেড়ে নিয়ে আমায় কাঙ্গাল করুন বঙ্গেশ্বর ! স্থল। তুমি দরবেশ হ’তে চাও? সনা । আমি কাঙ্গাল হ’তে চাই ; যে সব হ’তে গৰ্ব্ব অভিমান আসে, সে সব হ’তে আমি মুক্ত হ’তে চাই । স্থল। তোমায় আমি কিছুতেই ছেড়ে দিতে পারি না । আমি উড়িষ্যা-অভিযানে চলেছি, তুমি আমার সঙ্গে চল । সনা। আমাকে ক্ষমা করুন সুলতান । সুল। কি, যাবে না ? আমার আদেশ পালন করবে না ? তুমি মৃত্যুর ভয় কর না ? من" সনাতন একটু হাসিয়া উত্তর করিলেন, "আমায় মারিবার কাহারও শক্তি নেই সুলতান ! প্রভু বলেছেন, তার সঙ্গে আবার সাক্ষাৎ হবে ; সেই সাক্ষাতের পূৰ্ব্বে তোমার সাধ্য নেই সুলতান, তুমি আমাকে সংহার কর।” স্কুল। তোমার প্রভু বুঝি সেই ফকির ? সন। আমার প্রভু শ্ৰীগৌরাঙ্গদেব । সুলতান অধোবদনে ক্ষণকাল চিন্তা করিলেন ; পরে একবার শেষ চেষ্টা করিবার অভিপ্রায়ে জিজ্ঞাসা করিলেন, S 89