পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী শুক্লাম্বর, গঙ্গাদাস, শ্ৰীবাস, ত্রিকূট স্বামী প্রভৃতি অনেকেই ছিলেন । - শুক্লাম্বর কহিলেন, “সত্যই কি ধৰ্ম্মের গ্লানি উপস্থিত হয়েছে ?” গঙ্গাদাস একটু অসহিষ্ণু হইয়৷ উত্তর করিলেন, “গ্লানির আর বাকি কি ব্রহ্মচারী ? সমাজ গিয়াছে ; আশ্রম গিয়াছে, আমর! ধৰ্ম্মের একটা কঙ্কাল ধরিয়া আছি মাত্র।” শ্ৰীবাদ । ঠিক বলেছ গঙ্গাদাস। যে দিকেই দেখি না কেন, সেই দিকেই দেখি, জনসমাজ দেহ ও ইন্দ্রিয় সেবায় ব্যস্ত— । পরম্পর পরস্পরকে বঞ্চনা করিয়া অর্থ ও প্রতিষ্ঠা লাভের অবিশ্রাস্ত চেষ্টা করিতেছে। পাণ্ডিত্যাভিমানী ব্যক্তিরা, কপিল জৈমিনির পতাকা-হস্তে কেবল তর্ক করিয়া প্রতিষ্ঠা লাভের আশায় ছুটাছুটি করিতেছেন। দৃপ্ত মায়াবাদী সন্ন্যাসিগণ ভগবানের বিগ্রহ দূরে নিক্ষেপ করিয়া অনুরাগহীন চিত্তে বিশ্বময় প্রেমময়ের গ্লানি করিয়া . বেড়াইতেছেন । জৈন, বৌদ্ধ, কাপালিক প্রভৃতি বহুতর মত আসিয়া জনসমাজের চিত্ত লইয়া নানাপথে টানাটানি করিতেছে ; কত ভণ্ড প্রতারক, সাধুর বেশ ধরিয়া কামিনী কাঞ্চন ংগ্ৰহাৰ্থে দেশময় ঘুরিয়া বেড়াইতেছে ; আবার কত লোক তপস্বীর সাজ সজ্জা গ্রহণ করত সরল মনুষ্যদিগকে বঞ্চনা করিয়া ধৰ্ম্ম ও সন্ন্যাসী সম্প্রদায়ের উপর ঘৃণা আহ্বান করিয়া আনিতেছে। গৃহস্থদের মধ্যেই বা ধৰ্ম্ম কোথায় ? তাহারা জানে শুধু উদর }