পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায় —রুপ প্রেমভাগে যদুপতেঃ ক গতা মথুরাপুরী রঘুপতেঃ ক গতোত্তর কোশলা । ইতি বিচিন্ত্য কুরুদ্ধ মনঃ স্থিরং নসদিদং জগদিত্যবধারয় ॥ বিষ্ণু শ্লোক পাঠ করিয়া ব্রাহ্মণকে তাহার জমিজমা ছাড়িয়া দেন এবং প্রেমভাগ ত্যাগ করিয়া বৰ্ত্তমান খুলনা জেলার অন্তঃপাতী চন্দ্রদ্বীপে গমন করেন। কিন্তু সে সব পরের কথা। রূপ গৃহে আসিয়া লুষ্ঠিত প্রজাদের প্রচুর অর্থ প্রদান করিলেন ; কয়েকট বিগ্রহ প্রতিষ্ঠার ব্যবস্থা করিলেন ; পুষ্করিণী খননের জন্য গ্রামে গ্রামে প্রজাদের হস্তে অর্থ প্রদান করিলেন ; দুঃস্থ ব্রাহ্মণদের জীবিক অর্জনের উপায় করিয়া দিলেন ; নবদ্বীপ ব্রাহ্মণসমাজের হিতার্থে বহু স্বর্ণমুদ্র দান করিলেন । এইরূপে সঞ্চিত অর্থের ভুরিভাগ ব্যয় করিয়া রূপ ও অনুপ বৃন্দাবন যাত্রার জন্য প্রস্তুত হইলেন। বিষ্ণু একদা অপরাহ্লে নির্জনে রূপকে জিজ্ঞাসা করিলেন, “আচ্ছা সন্তোষ—” রূপ । আমার নাম রূপ । বিষ্ণু। ভাল তাই হ’ল ; আচ্ছা রূপ, বলতে পার সহসা তোমার এ বৈরাগ্য হ’ল কেন ? > (t')