পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় সনাতন কারাগারে গৌড়-রাজ্যের ভূষণ কারাগারে। শ্রেষ্ঠ স্থান স্বেচ্ছায় পত্রিত্যাগ করিয়া সনাতন নিকৃষ্ট স্থান অধিকার করিয়াছেন। গৌড় স্তব্ধ, জগৎ স্তম্ভিত। এ ত্যাগ, এ বৈরাগ্য সংসার পূৰ্ব্বে আর দেখে নাই। দেখিয়াছিল একবার বহুপূৰ্ব্বে-—যখন নবীন রাজপুত্র, রাজ্য স্ত্রী পুত্র পিতা সব ত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়াছিলেন । কিন্তু সে অনেকদিনের কথা—ইতিহাস তখন প্রস্তরফলকে সবে জন্ম লইতেছে। এখন দেখিয়া বুঝিল, সে রাজপুত্রের উপাখ্যান সত্য । নির্জন কারাগারে সনাতন বেশ আছেন । কোন চিন্তা নাই হৃদয়ের মধ্যে—শুধু এক স্বর্ণোজ্জল তেজোময় মূৰ্ত্তি সমস্ত হৃদয় জুড়িয়া অবস্থান করিতেছেন। সনাতন সেই মূৰ্ত্তি বুকে জড়াইয়া ধরিয়া তন্ময় ; কখন পূজা করিতেছেন, কখন বা তাহার সহিত বাক্যালাপ করিতেছেন। উদ্বেগ নাই, চিস্তা নাই—শুধু আনন্দ। সনাতনের পূর্ণ বিশ্বাস, প্রভুর ইচ্ছায় আজ তিনি কারাগারে, আবার প্রভুর ইচ্ছা হইলে তিনি মুক্ত হইবেন। সনাতন একদা নিশীথে আপনমনে প্রশ্ন করিতেছিলেন, “প্রন্থ ১৬৩