পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়—সনাতন কারাগারে ঈশ। তবে আগে এই কারাগার হতে মুক্ত হ’বার উপায় করুন । সনা । আমি কি উপায় করব ? অামার শক্তি কতটুকু ? প্রভু যথাসময়ে বুদ্ধি ও শক্তি দেবেন। ঈশা । মেজরাজ বৃন্দবনে প্রভুর কাছে চলে গেছেন ; আর আপনার জন্তে দশ হাজার মুদ্রা অধরের কাছে রেখে গেছেন, তা’ও আপনি জানেন । সনা । জানি–কিন্তু-প্রভু, সময় হয়েছে কি ? যদি সময় হ’য়ে থাকে, তবে বুদ্ধি দেও, শক্তি দেও। এমন সময় কারাধ্যক্ষ হবু সেথ আসিয়া জিজ্ঞাসা করিল, “জনাবের কোন হুকুম আছে কি ?” সনা । কি আর তোমায় হুকুম করব হবু ? আমিই এখন তোমার হুকুমের দাস । - হৰু। ও-কথা বলবেন না হুজুর, আমি আপনার থেয়ে মানুষ । আপনি দু’বার আমার জান বঁচিয়েছেন, আমাকে এই নকরি দিয়েছেন ; আমি নিমখহারাম নই জনাব ! আমি জানি আপনি যদি কাল সুলতানকে দু’টা মিঠা কথা বলেন, তাহলে তিনি মহাখুলী হ’য়ে আপনাকে আবার গদিতে বসান ; আপনি ত ইচ্ছ করে এখানে পড়ে আছেন। সনা । সুলতান এখন কোথায় ? ১৬৫