পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়—সনাতন কারাগারে না। আমি তোমাকে দশ হাজার রূপেয়া দিচ্ছি, নিয়ে তুমি দেশে চলে যাও । . . হবু হুজুর, এত রূপেয়া আমি বরাবর নক্রি করলেও রোজগার করতে পারতুম না। হুজুরের নিকট হ’তে আমি অর্থ নেব না । সনা । খোদা তোমায়, তোমার ছেলেদের জন্তে এই অর্থ আমার হাত দিয়ে দিচ্ছেন । খোদার দান ফিরিও না । হবু আর উত্তর করিল না। ঈশান তৎপর হইয়া দশ হাজার মুদ্রা আনিয়া দিল । হবু লইল বটে, কিন্তু বড় অনিচ্ছাসত্বে । যুক্তকরে কহিল, “জনাব আমার বাপ, মা, চিরদিন খাওয়াচ্ছেন, ভবিষ্যতে খাওয়াবার ব্যবস্থা করলেন। আমি আমার বীপের কাছ হ’তে অর্থ নিলাম—খোদা আমায় মাফ করে । এখন জনাবের হুকুম কি ?” - সনাতন কহিলেন, “আমাকে গঙ্গাপারে রেখে এসে ” হবু তৎক্ষণাৎ সনাতনকে সঙ্গে লইয়া কারাগৃহ হইতে নিস্ক্রান্ত হইলেন । সঙ্গে ঈশান ও চলিল । * . . .

  • যে কারাগৃহে সনাতন আবদ্ধ ছিলেন, সেই গৃহের ধ্বংসাবশেষ ফতেপুরে (গৌড়ের পল্লী বিশেষ) আজও দৃষ্ট হয়। ধ্বংস-গুপের উপর এক অতি প্রাচীন বটবৃক্ষ দণ্ডায়মান থাকিয়া জগৎকে বলিতেছে, আমি সেই মহানৃ বৈরাগ দেখিয়াছি ।

১৬৭