পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী প্রভু ঠিক সেই সময়ে, সেই গভীর নিশিতে প্রয়াগ তীর্থে রূপকে বলিতেছিলেন, “সনাতন এক্ষণে কারামুক্ত।” দ্বিতীয় অধ্যায় সনাতন ও দস্থ্য সনাতন গঙ্গার ধার দিয়া চলিতে লাগিলেন ; তখনও রজনী প্রভাত হয় নাই। ঈশান পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল ; সহসা জিজ্ঞাসা করিল, “এখন কোথায় যাবেন ?” সনা । কোথায় আবার ! যাবার কি দু’টা জায়গা আছে ঈশান ? - ঈশান। প্রভু কি এই দিকে আছেন ? সনা । আমার মন ও চরণ যে দিকে নিয়ে যাবে, সেই দিকেই জানব প্রভু আছেন । -- ঈশা । আর যদি বিভিন্ন দিকে নিয়ে যায় ? সনা । তা’ হ’তে পারে না, ঈশান । উভয়ে অন্ধকারে চলিতে লাগিলেন। ক্রমে রজনী প্রভাত হইল। সনাতনের অঙ্গে একখানি শীতবস্ত্র ছিল ; পথের মাঝে একটা শীর্ণকায় বৃদ্ধ মুসলমান অৰ্দ্ধ নগ্নাবস্থায় শীতে কঁাপিতেছিল। مراوا چ