পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়—সনাতন ও দস্তা সনা। জুটুবে ; তার উপর ঠিক নির্ভর করে থাকৃতে পার । যদি, তিনি তোমার আহার নিজে ব’য়ে এনে দেবেন। ঈশ। তবেকি পুরুষকার ব’লে কোন জিনিষ নেই ? মনা। আছে ; তোমার এই যে নির্ভরতা সেটা যে একটা / মস্ত পুরুষকার, ঈশান ! ঈশান আর কিছু না বলিয়া দস্থ্যকে ডাকিলেন এবং তাহার হস্তে মোহর কয়থান গণিয়া দিলেন। দস্থ্য অতি গম্ভীরকণ্ঠে বলিল, “দিলে ভালই করলে, নইলে এর জন্তে তোমাদের খুন করতে হ’ত । যাই হো’ক যখন স্বেচ্ছায় দিয়েছ, তখন আমি সব নেব না, তুমি একটা লও।” ঈশা । না, আমি নেব না ; আজ আমি আমার প্রভুর কাছে শিক্ষা পেয়েছি, অর্থই সৰ্ব্বনাশের মূল। আর আমি জীবনে অর্থ স্পর্শ করব না । দস্থ । অর্থ সৰ্ব্বনাশের মুল এ কথা বলে কে ? ঈশা । এই আমার প্রভু, আমার গুরুদেব । এর কিছু ধন সম্পত্তি ছিল, সব বিলিয়ে দিয়ে এখন দরবেশ হ’য়েছেন । দস্য। এত বড় নুতন কথা ! অর্থ সৰ্ব্বনাশের মূল ! বাঃ বাঃ আরে বাবা, অর্থ নইলে যে একদিনও চলে না । সনাতন মুখ তুলিয়া তাহার পানে চাছিলেন। তাহার নয়নে করুণ ও প্রেম। দস্থ্যর দেহ কণ্টকিত হইয়া উঠিল। সনাতন, >* >