পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী সনাতন একাকী চলিতে লাগিলেন ; রোরুদ্যমান ঈশান পড়িয়া রহিলেন । শীত দারুণ, দেহ অৰ্দ্ধ নগ্ন, পথও অজ্ঞাত । সনাতন নিৰ্ভয়ে নিরুদ্বেগে পথ চলিতে লাগিলেন । মধ্যাহ্ন সমাগত হইলে গ্রামপ্রান্তে আশ্রয় গ্রহণ করিতেন, আহাৰ্য্য অযাচিত ও অপরিষ্যাপ্ত পরিমাণে আসিয়া উপস্থিত হইত ; পশু পক্ষী যাহারা নিকটে থাকিত, তাহদের খাওয়াইয়া নিজে যৎকিঞ্চিৎ সেবা করিতেন । এইরূপে দুই তিন দিন অতিবাহিত হইল । একদা নিশা সমাগমে গ্রামপ্রান্তে এক তরুতলে আশ্রয় গ্রহণ করিলেন। গ্রামের নাম হাজিপুর, পাশ্বে সোণপুর । ভারত বিশ্রুত হরিহরছত্রের মেলা এই থানে প্রতি বৎসর শীতের সময় বসিয়া থাকে। হীরা মুক্ত সোণা, হাতী ঘোড়া উঠ, গরু মহিষ বাঘ, লোহা পিতল কাসা, যা কিছু মানুষের প্রয়োজন বা অপ্রয়োজন তা’ এই খানে বেচাকেন হয় । চোর ডাকাত, বেশু নৰ্ত্তকী, সকলেই এখানে রোজগারের আশায় পদার্পণ করে । রাজারাজড়াদেরও কিছু কিনিবার প্রয়োজন হইলে এখানে আসিতে হয় । গৌড়ের সুলতান এই মেলা হইতেই প্রতিবৎসরে ঘোড়া কিনিয়া থাকেন ; তিনি অবশু নিজে আসেন না, তাহার অশ্বশালার অধ্যক্ষ শ্রীকান্ত প্রতিবৎসর আসেন। এবারও আসিয়াছিলেন ; আসিয়া গ্রামপ্রাস্তে বাস। লইয়া ছিলেন । ১৭৬