পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়—সনাতন পথে সহসা তিনি শুনিলেন, কে গাইতেছে ঃ আমি তোমারি পথ ধরে চলেছি তোমায় খুজিতে, তোমার জগত্তারণ চরণ দু’খনি পুজিতে । ওগে দয়াল আমার, কৃষ্ণ আমার, গোঁর আমার ) আমার দেহ মন প্রাণ তোমারি চরণে সপিতে, ওগো যা কিছু আমার আছে তোমারি চরণে অপিতে । ( ওগো প্রভু আমার, পিতা আমার, সম্বল আমার ) কণ্ঠ পরিচিত বলিয়৷ শ্রীকান্তের মনে হইল ; কিন্তু কিছু স্থির করিতে পরিলেন না । তারপর যখন শুনিলেন গায়ক স্তব পাঠ করিতেছেন ;– “হর ত্বং সংসারং ভ্র" sরমস রিং সুরপতে হর ত্বং পাপীনাং বিততিম পরাং যাদবপতে । অহে ! দীননাথং, নিহিতমচলং, নিশ্চিতপদ, জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে। তখন আর তাহার সংশয় রহিল না । তিনি একটা আলো লইয়া কণ্ঠস্বর লক্ষ্য করিয়া দ্রুতপদে চলিলেন। দেখিলেন, এক বট-বৃক্ষমূলে গৌড়ের উজির ধূলিশয্যায় অৰ্দ্ধনগ্নবস্থায় শয়ান রহিয়াছেন । র্তাহার নয়নে অবিশ্রান্ত জলধারা প্রবাহিত হইতেছিল, তৃষ্ণাৰ্ত্ত বসুন্ধরা ভক্তের অশ্রুধারায় তৃপ্ত ও সিক্ত হইতেছিলেন। সনাতন মুদ্রিত নয়নে কাদিতে কাদিতে বলিতেছিলেন, ›ዓዊ ১২