পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় –সনাতন পথে ছটফট করিতেছে। সনাতন দেখিলেন, একটা কি যেন তাহার সান্নিধ্য হইতে দূরে সরিয়া গেল ; ভাবিলেন হয়ত বা বাঘ । জিজ্ঞাসা করিলেন, “কি হ’য়েছে ?” স্ত্রীলোকটী কাতর কণ্ঠে উত্তর করিল, “আমায় বাবে ধরেছিল, অঙ্গ ক্ষতবিক্ষত করেছে, রক্তে ভেসে যাচ্ছে।” সনাতন হাটু গাড়িয় তাহার পাশে বসিলেন ; দেখিলেন স্ত্রী লোকটী সুন্দরী ও যুবতী। তদর্শনে তিনি চমকিয়া উঠিয়া দাড়াইলেন ; বলিলেন, “আমি গা হতে লোক ডেকে আনি ।” রমণী । আমায় বাঘের মুখে ফেলে পালিও না । সনা । তা’ইত ! তা’ হ’লে উপায় কি ? রম। তুমি আমায় নিয়ে চল । সনা । হাটুতে পারবে ? রম। না ; তুমি আমায় কোন রকমে নিয়ে চল। সনা । ক্ষমা কর মা, আমি সন্ন্যাসী ; স্ত্রীলোক স্পর্শ আমায় করতে নেই। এমন সময় একজন চীৎকার করিয়া বলিল, “কোন বদমায়েস স্ত্রীলোকের ইজ্জত নষ্ট করছে ?” বলিতে বলিতে তিনটী লোক স্থল যষ্টি হস্তে দ্রুত বেগে অগ্রসর হইয়া সনাতনের সমীপবৰ্ত্তী হইল। সনাতন ধীর ভাবে বলিলেন, “কেউ কা’র ও ইজ্জত নষ্ট করে নি। স্ত্রীলোকটকে বাবে ধরে s" - >br)