পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়-সনাতন পথে যে তৃণের চেয়ে ও হীন হ’তে হবে ।” প্রকাশে বলিলেন, “আমার কাছে তোমরা কি চf ও ? মাতে চা ও ? মার। মা’তে তোমর মুখ পাও, তাই কর।” তখন তৃতীয় আগন্তুক অগ্রসর হইল ; সে এতক্ষণ পশ্চাতে নীরবে দাড়াইয়া ছিল । এক্ষণে সহসা অগ্রসর হইয়া সনাতনের চরণ সমীপে পড়িল ; বলিল, “ভাই সনাতন, আমায় ক্ষমা কর, আমি মহাপাপী । তোমায় পরীক্ষা করবার জন্যে আমি এই চক্রান্ত করেছিলাম। দেখলাম, তুমি ভয়শূন্ত, চিত্তজয়ী, ক্রোধহীন । রিপু ব্য’র বশীভূত সেই দেবতা ; অন্য দেবতা আমি মানি না। সনাতন, ভাই, দেবতা, আমায় ক্ষমা কর।” সনাতন । ভগবান তোমায় ক্ষমা করুন, শ্রীকান্ত । শ্ৰীকান্ত। আমি অন্ধ, মুর্থ, তাই তোমায় পরীক্ষা করতে গিছলাম। আমি ভুলে গিছলাম, তুমি চিরদিনই সকল বিষয়ে সকলের চেয়ে বড়। রাজকাৰ্য্যে, বৈরাগ্যে, সন্ন্যাসে সকল বিষয়ে তুমি অদ্বিতীয়। তোমার জয় হউক—তোমার নাম জগতে চিরস্মরণীয় হউক । bbుర్తి