পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়—সনাতন প্রভুর চরণে বুঝিলেন। বুঝিয়া তিনি উঠিলেন ; এবং বাহিরে গিয়া এক বৈষ্ণবকে কম্বলথানি দিয়া তাহার কন্থখানি মাগিয়া লইলেন । এইবার প্রভু সদয় হইলেন। রাজাকে রাজবেশ ছাড়াইয়া, ছিন্ন কস্থা, ছিন্ন বসন পরাইয়া, পথের ভিখারীর অধম করিয়া প্ৰভু প্রসন্ন হইলেন। তখন পুনরায় সনাতনকে আলিঙ্গন করিয়া কহিলেন, “সনাতন তোমার দৈন্ত দেখে বুক ফেটে যায়।” এমন সময় যমুনাতীর্থ নামক এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ কক্ষে প্রবেশ করিলেন ; তিনি দূর হইতে প্রভুকে দশন করিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। পরে যুক্তকরে দণ্ডায়মান থাকিয়া প্রভুকে নিরীক্ষণ করিতে লাগিলেন। আমরা বিগ্ৰহাদি যেভাবে দর্শন করি, তিনি ও সেইভাবে প্রভুকে দেখিতে লাগিলেন । প্ৰভু তাহাকে আসন গ্রহণ করিতে অনুমতি করিলেন, কিন্তু তিনি আসন না লইয়া তপন ও চন্দ্রশেখরের নিকট গিয়া ভূম্যাসনে বসিলেন। প্রভু তখন সনাতনকে চারি যুগের ধৰ্ম্মকথা শিক্ষা দিতে লাগিলেন। । এই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, ধনী, সরল ও ভক্ত। আজীবন তিনি । সাধু খুজিয়া বেড়াইতেছেন ; যাহাকে যখন বড় মনে করেন, তাহাকে তখন সিদ্ধি, গাজ প্রভৃতি উপহার দিয়া তাহার অনুগ্রহ লাভাশায় ঘুরিয়া বেড়ান। এতদিন তিনি সন্ন্যাসী শিরোমণি প্রকাশনন্দকে সাক্ষাৎ দেবতা জ্ঞানে ভক্তি পূজা করিতেন ; >レア"