পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়—সনাতন প্রভুর চরণে ভূলোয়—সাবধান, কেউ তার কাছে যেও না।’ এই রকম কত কথা বলে । চন্দ্রশেখর। প্রভু এ সব নিন্দ শুনে কেবল হাসেন, কিন্তু আমাদের প্রাণে সে বড় লাগে । তপন । আমাদের প্রণে লাগলে প্রভুর ও প্রাণে লাগে, তিনি কি ভক্তের ব্যাথা দেখে স্থির থাকৃতে পারেন ? চন্দ্র । তাই বলে আমরা আর স্থির থাকতে পারি না, এর একটা ব্যবস্থা করা উচিত। তপন । ব্যবস্থা যদি চাও, তবে এই গৌড়ের মন্ত্রীকে জিজ্ঞাসা কর, কূট মন্ত্রণ। অমন আর কেউ দিতে পারবে না । সনাতন তখন প্রভুকে জিজ্ঞাসা করিতেছিলেন,— “শুক্ল, রক্ত তথা পীত ইত্যাদিক করি যুগে যুগে অবতার করেন যে শ্রীহরি। তিন যুগে যে যে অবতার তা কহিলে, পীতবর্ণ কলিতে কে তাহ না বলিলে ।” * প্রভু কহিলেন, “সনাতন চাতুরালী ছাড়।” বলিয়া তিনি মৃদুহান্তসহকারে ভিতর প্রকোষ্ঠে উঠিয়া গেলেন। তখন ভক্তদের মধ্যে একটা পরামর্শ চুপি চুপি চলিতে লাগিল। চুপি চুপি কেননা, পাছে সৰ্ব্বজ্ঞ ভগবান শুনিতে পান। গোপীদেরও

  • ভক্তমাল

ుbyసె