পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় –সনাতন প্রভুর চরণে যমুনা । পরস্পর কেহ কাহাকে দেখেন নি । সনা । আমার মনে হয় উ ভয়ের মধ্যে একবার সাক্ষাৎ ঘটলেই প্রকাশানন্দ মুক্ত । যমুনা । সেটা বুঝি ! কিন্তু সাক্ষং কিরূপে ঘটবে ? প্রকাশানন্দ প্রভূর নিকট আসবেন না, প্রভুকে ও বলা যায় না আপনি প্রকাশানদের আশ্রমে চলুন। স্বতরাং উভয়ের মধ্যে সাক্ষাৎ হ’বার সম্ভবনা নেই। সনা । আপনি কিছু অর্থ ব্যয় ও পুণ্য সঞ্চয় করতে প্রস্তুত আছেন কি ? যমুনা । আমার যথাসৰ্ব্বস্ব ব্যয় করতে প্রস্তুত আছি । সন। আপনি কাশীর সমুদয় সন্ন্যাসীকে ভিক্ষ গ্রহণার্থে নিমস্ত্রণ করুন ; আর প্রভুরও চরণে ধরিয়া তহিকে আহবান করুন । যমুনা। প্রভু যাবেন কি ? সনা । যাবেন –নিশ্চয় যাবেন—প্রকাশানন্দকে উদ্ধার করতে যাবেন । প্রকাশনন্দকে উদ্ধার করতেই প্রভৃ কাশীতে এসেছেন । - যমুনা। তা’ আপনি কি করে বুঝলেন ? সনা । আমার দৃষ্টান্ত দেখে ; আমাকে কৃপা করতে প্রভূ নীলাচল হ’তে এসেছিলেন । বলিতে বলিতে সনাতনের নয়ন অশ্রুময় হইল। চন্দ্রশেখর > R>