পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী বলিলেন, “পরামর্শ অতি উত্তম, আমার বেশ মনে ধরেছে। তবে এখন সহসা কিছু করা হবে না। অামার মনে হয় প্রভু এখন কিছুকাল বারাণসীতে অবস্থান করবেন ; তাড়াতাড়ি করলে সব পণ্ড হ’তে পারে।” তপন। প্রভুর অনুমতি নেবে কে ? চন্দ্র । সে ভার বিচক্ষণ সনাতনের উপর রইল । সনা । আমার বল বুদ্ধি বিচক্ষণতা সবই প্রভু। আমি অতি ক্ষুদ্র, কীটানুকীট— এমন সময় ঘরের ভিতর একটা অপরিচিত । ব্যক্তি প্রবেশ করিল। তাহাকে দেখিলেই মনে হয়, এ ব্যক্তি উন্মাদ । শ্মশ্র, গুম্ফ ও মস্তকের কেশভারে তাহার বদনমণ্ডলের ভূরিভাগ আবৃত। পরিধানে অতি ছিন্ন মলিন বস্ত্র ; দেহ নগ্ন, কর্দমলিপ্ত ; কেশ রুক্ষ ; কিন্তু চক্ষু জ্যোতিৰ্ম্ময়। ঘরের ভিতর আসিয়াই ডাকিল, “কই, আমার শু্যাম কই ?” চন্দ্রশেখর জিজ্ঞাসা করিলেন, “তুমি কি চাও ?” উন্মাদ উত্তর করিল, “আমার শু্যামকে চাই, এনে দেওনা গ৷ ” চন্দ্র । ভিক্ষা চাও ? অপেক্ষা কর, সময়ে পাবে। এখানে গোল করে না—প্রভু বিরক্ত হ’বেন। উন্মাদ । কে তোদের প্রভু ? তোরা নক্রি করিস নাকি ? আরে ছ্যা ! 3 సె*R