পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়—সনাতন প্রভুর চরণে চন্দ্র । দেখছি লোকটা উন্মাদ । সনা । ঠিক উন্মাদ নয়—দিবোম্মাদ । উন্মাদ তথন নাচিতে নাচিতে গান ধরিল— ( ও সে ) বাহু পশারিয়! হৃদে যব ধরবে ছাড় ছাড় বলি হাম দূরে চলি যাওবে । চরণ ধরিতে ( যব ) ছুটি ছুটি আওবে, কি কর কি কর বলি ( হাম ) হাসি চলি যাওবে ॥ উন্মাদ ভাবে চলিয়া ঢলিয়া পড়িতেছে আর গাইতেছে । কেশাবৃত মুখ আনন্দে উজ্জল-ধূলি-ধূসরিত অঙ্গ জ্যোতিৰ্ম্ময়। চন্দ্রশেখর প্রভৃতি সকলে নিৰ্ব্বাক । সহসা উন্মাদের ভাবান্তর হইল ; নাচ গান বন্ধ করিয়া বলিল, “কই এখন ত এল না ? আমি কার উপর তবে অভিমান করব ? কই আমার শু্যাম— ওগো আমার শ্রাম কই গো ?—বলিয়া আবার গান ধরিল— সখি আমার প্রাণনাথ কই এল, মোহন মুরতি ল’য়ে বরেক দেখা দিয়ে ওগে সে আমার কোথা চলি গেল । আমি বাসক সাজায়ে আছি গে৷ বসিয়া, আমার মদনমোহন আসিবে বলিয়। । ( কত আবেগ ভরে গো ) ( কত ব্যাকুল হয়ে গে| } ১৯৩ ` L