পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় প্রভু ও প্রকাশানন্দ যমুনাতীর্থের বাসনা পূর্ণ হইল,—প্ৰভু তাহার নিমন্ত্রণ স্বীকার করিয়াছেন ; প্রকাশানন্দ ও সশিষ্য নিমন্ত্রণ গ্রহণ করিয়াছেন । প্রভুর ভক্তেরা আনন্দে কোলাহল করিয়া বেড়াইতেছেন ; কিন্তু র্তাহীদের মনের কোণে একটু উৎকণ্ঠ জাগিয়া রহিয়াছে। সনাতনের কোনও চিন্তা বা উদ্বেগ নাই ; তিনি স্থির জানেন, আজ প্রকাশনন্দের মুক্তি । পূৰ্ব্বে উক্ত হইয়াছে যে, তখনকার দিনে পণ্ডিত ও সন্ন্যাসী সমাজের একছত্রি সম্রাট প্রকাশনন্দ সরস্বতী । তিনি অদ্বৈতবাদী, নিজেকেই ভগবান বলিয়া জানেন ; সুতরাং ভক্তি-তত্ত্ব তাহার নিকট অপরিচিত । # “যতেক দণ্ডীর গুরু কাশীতে প্রামাণ্য । আপনারে মানে ইষ্টব্রহ্মেতে অভিন্ন ৷ ভক্তি যে পদার্থ তা’র মৰ্ম্ম নাহি জানে । প্রেমভাব দেখি কহে কানেদ কি কারণে ॥” এ দিকে প্রভু ভক্তির উৎস। প্রকাশানন্দ পাণ্ডিত্যাভিমানী, > ፳ ግ