পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—প্ৰভু ও প্রকাশানন্দ কণ্ঠস্থ করিলে পূর্ণাভিলাষ হইবে । বলিয়া তিনি একটা শ্লোক দিলেন ; যথা— হরেনাম হরেনাম হরেনামৈব কেবলং কলে নাস্ত্যেব নাস্ত্যেব নাস্তোব গতিরন্যথা ।” বলিয়া প্ৰভু শ্লোকের ব্যাখ্যা করিলেন, “এই কলিকালে হরিনাম ব্যতীত অন্ত গতি নাই। হরিনাম ব্যতীত জীবের গতি আর নাই, আর নাই, আর নাই। অর্থাৎ যোগ, যাগ, তপস্তা, পূজা, অর্চনা এ সবে কিছুই হবে না, কেবলমাত্র হরিনামে সিদ্ধকম হবে। অন্য কোন সাধন, দেবদেবী পূজা, ধ্যানধারণ কিছুতেই জীবের উদ্ধার সম্ভবপর নয়—এক হরিনামই মহামন্ত্র, হরিনামই জীবের একমাত্র সহায় ও সম্বল ।” করুণস্বরে অশ্রুসিক্ত নয়নে প্রভু যখন শ্লোক পাঠ করিলেন ও তাহার বিস্তারিত ব্যাখ্যা করিতে লাগিলেন, তখন শ্রোতামাত্রেরই মন দ্রব হইল। প্রভু বলিতে লাগিলেন, “গুরুদেব হরিনাম দিয়া আমাকে কহিলেন, “দেখ বাপু, কলিকালে আয়ু কম, হরিনাম ব্যতীত স্বল্পায়ুর দিনে জীবের আর গতি নাই ; অতএব তুমি কৃষ্ণনাম জপ কর, তোমায় আর কিছু করিতে হইবে না । আমি গুরুদেবের আজ্ঞামত তদবধি কৃষ্ণনাম জপিতে লাগিলাম । দয়াময় কৃষ্ণ আমার সমস্ত হৃদয় অধিকার করিয়া বসিলেন ; আমি চারিদিক্ কৃষ্ণময় দেখিলাম ; আমার কর্ণে কৃষ্ণনাম, আমার こo>