পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—প্ৰভু ও প্রকাশানন্দ ধরিলাম । তদবধি আমি যে হাসি গাই, নাচি কাদি, এ ঐ কৃষ্ণনামের শক্তিতে পরিচালিত হইয়া করি ; তাহাতে আমার হত নাই—আমি ইচ্ছা করিয়া কিছু করি না।” সভাতল স্তব্ধ ; প্রভূর করুণ কণ্ঠোচারিত মধুর কৃষ্ণনাম শুনিয়া সকলেরই হৃদয় কেমন এক অভিনব ভাবে আবিষ্ট হইল । প্রকাশানন্দ মুগ্ধ, বিগলিতচিত্ত। কোমল ঝঙ্কারের কোমলতর প্রতিধ্বনি সভাস্থ সকলের হৃদয়মধ্যে ঝঙ্কৃত হইতে লাগিল—একটা স্থর, একটা উচ্ছ্বাস সভাময় যেন ভাসিয়া বেড়াইতে লাগিল । সে সুর, সে উচ্ছাস ভঙ্গ করিতে সহসা কাহারও সাহস হইল না । ক্ষণপরে প্রকৃতিস্থ হইয়া প্রকাশানন্দ কহিলেন, “শ্ৰীপাদ, আপনি কৃষ্ণনাম করেন, তাহাতে কাহারও আপত্তি নাই ; কৃষ্ণপ্রেম অতি দুর্লভ বস্তু স্বীকার করিলাম। কিন্তু আপনি বেদান্ত পড়েন না কেন ?” - প্রভু। শ্ৰীপাদ আমাকে যে প্রশ্ন করিলেন, তাহার উত্তর ন৷ দিলে আমার অপরাধ হইবে। আবার যথাযথ উত্তর দিলে আপনাদের বিরক্তি জন্মিতে পারে। যদি আমার অপরাধ গ্রহণ না করেন, তাহা হইলে বলিতে পারি, কেন আমি বেদান্ত পাঠ করি না। প্রকাশ । আপনার আবার অপরাধ ! আপনার কথা শুনিতে বিরক্তি ! এমন আদেশ করিবেন না শ্রীপাদ ! আপনার বক্তব্য স্বচ্ছন্দে বলুন। ૨ o૭