পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—প্রভু ও প্রকাশানন্দ বেড়াইতেছেন। তখন র্তাহারা আনন্দে হরিধ্বনি করিয়া উঠিলেন। সেই সহস্র কণ্ঠেখিত ধ্বনি, শঙ্খনিনাদরূপে ভক্তিদেবীকে বরণ করিয়া আনিল । অভিমান, নাস্তিকতা তথায় আর তিষ্ঠিতে পারিল না—শিহরিয়া পলাইল । তখন প্রকাশানন্দ অতি কাতরে করষোড়ে সেই সহস্ৰ সহস্ৰ দর্শকের সম্মুখে প্রভুকে বলিতেছেন, “শ্ৰীপাদ, এতদিন আমি আপনাকে নিন্দ দ্বেষ ও ঘৃণা করিয়া আসিয়াছি। তাহার কারণ এই যে, আমি এতকাল দম্ভে ও অভিমানে পূর্ণ ছিলাম ; আপনাকে চিনিতাম না, আপনার মহিমা বুঝিতাম না । আজ আপনার কৃপায় আপনাকে জানিলাম ; বুঝিলাম, আপনি স্বয়ং বেদ ও নারায়ণ । ভক্তি যে কি পদার্থ, তাহ পূৰ্ব্বে বুঝিতাম না, পরন্তু ঘৃণা করিতাম । আজ আপনি অশেষ কৃপা করিয়া তাহা বুঝাইলেন। আপনি আমার প্রকৃত গুরু । আজি বুঝিলাম, শ্ৰীকৃষ্ণ সত্য, তাহার সেবা ও ভজনাই জীবের পরম ধৰ্ম্ম । আপনার সহিত শ্ৰীকৃষ্ণ জয়যুক্ত হউন।” সন্ন্যাসিগণ ভক্তিগদগদচিত্তে পুনরায় হরিধ্বনি করিয়া । উঠিলেন। অতঃপর সকলে আহারাদি সম্পন্ন করিয়া স্ব স্ব স্থানে প্রস্থান করিলেন । *

  • পরমভক্ত শ্রদ্ধাস্পদ স্বৰ্গীয় শিশির কুমার ঘোষ মহাশয়ের নিকট এই অধ্যায়ের জন্ত ঋণী । তঁহর প্রবোধীনন্দের জীবনচরিত হইতে স্থানে স্থানে উদ্ধত করিয়াছি।

२ ०१