পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

li ষষ্ঠ অধ্যায় কাশীধাম-চঞ্চল তার দুই তিন দিন পরে একদা প্রভাতে কাশীর কোন ও পথে এক সন্ন্যাসী দ্রুত পদে চলিয়াছেন ; অপর এক সন্ন্যাসী অদ্যপথ দিয়া আসিয়া প্রথম সন্ন্যাসীর সহিত সম্মিলিত হইলেন। পরম্পর পরম্পরকে নমস্কারাদি করিলেন। দ্বিতীয় সন্ন্যাসী, প্রথমকে জিজ্ঞাস করিলেন, “এত দ্রুত কোথায় চলেছ ?” প্রথম। গৌরাঙ্গ প্রভুকে দেখতে। আর তুমি ? দ্বিতীয়। আমিও তাই ; সকলেই তাই। প্র । আবার তর্ক করতে নাকি ? দ্বি। তর্ক ! নারায়ণের সঙ্গে তর্ক ! হায় হায়, এতদিন কায় ফেলে ছায়া নিয়ে ছিলাম। জীবনের এতটা দিন বৃথায় গিয়েছে। প্র। ঠিক বলেছ, এতটা শ্রম সাধনা সব বৃথা হ’ল ! দ্বি। এখন কি করতে চাও ? २०br