পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়—কাশীধাম চঞ্চল প্র । তার চরণে শরণ লব, তা’র পর তিনি ঘ’ হয় করবেন । দ্বি। গুরুদেবের সংবাদ কি ? প্র । তার নয়নে এখন অশ্রুধারা । দি । আমি দেখলাম, তিনি পুথি বাধছেন ; বোধ হয় গঙ্গার জলে ফেলে দেবেন । প্র । আমার ও তাই সঙ্কল্প ; তা’র পর কাশী ছেড়ে নীলাচলে সাব । o দ্বি। দেখছ কি জনস্রোতটাই প্রভুর বাসার দিকে চলেছে । প্র। আর সকলের মুখেই কৃষ্ণনাম ; সত্যযুগের এই কাশীধামে এতদিন হর হর বম্ বম্ ধ্বনি উঠত, আর আজ হরিপ্লবনিতে প্রতিধ্বনিত । এমনটা আর কখন শুনি নি । দ্বি। অবতারও বোধ হয় আর কখন দেখনি। যাক,— আরে, এ ভিড়ের ভিতর দিয়ে আর ত অগ্রসর হওয়া যায় না । প্র। একি ! প্রভূর বাসা হ’তে লোক সব ফিরছে কেন ? দ্বি। তাইত, একজনকে জিজ্ঞাসা করা যাক না । ( জনৈক পথিকের প্রতি )—তোমরা ফিরছ কেন ? পথিক। প্রভু এখানে নেই, বিন্দুমাধবের মন্দিরে গেছেন। সন্ন্যাসীদ্বয়। চল, আমরাও সেখানে যাই । २ ०*> - >8