পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী সকলেই হিন্দু। গ্রামের মালিক কুমারনাথ, গ্রামেই বাস করেন। তিনি বিতাড়িত কর্ণাট-রাজ রূপেশ্বরের বংশধর । কুমার ভরদ্বাজ গোত্রোস্তব যজুৰ্ব্বেদীয় ব্রাহ্মণ ; বিষয় সম্পত্তি যথেষ্ট । তাহার পিতামহ পদ্মনাভকে রাজা দনুজমর্দন যথেষ্ট ভূসম্পত্তি দান করিয়াছিলেন । কাটোয়ার সন্নিকটে নৈহাটী গ্রামে তাহদের অনেক সম্পত্তি ছিল ; কুমারের পিতা মুকুন্দ, নৈহাটী ত্যাগ করিয়া প্রেমভাগে বাস করিতে লাগিলেন। কিন্তু তাহার সহোদরের নৈহাটতেই রহিলেন। কুমারনাথের তিন পুত্র, এক কন্যা। জ্যেষ্ঠ অমর সম্প্রতি নবদ্বীপের বিখ্যাত আচাৰ্য্য বাসুদেব সাৰ্ব্বভৌমের ভ্রাত রত্নাকর বিষ্ঠাবাচস্পতির নিকট অধ্যয়ন সমাপ্ত করিয়া গৃহে প্রত্যাগত হইয়াছেন,—তিনি পিতাকে লুকাইয়। আর একটা জিনিষ শিথিয়া আসিয়াছেন,—সেট পারস্ত ভাষা। শিক্ষক—সপ্তগ্রামের বিখ্যাত মৌলবী-সৈয়দ ফখরুদ্দীন। অমরনাথ অসাধারণ প্রতিভাবলে বিংশতি বর্ষ বয়সে অধ্যয়ন সমাপ্ত করিয়া গৃহে প্রত্যাগত হইয়াছেন । দ্বিতীয় পুত্ৰ—সন্তোষকুমার, অমরনাথ অপেক্ষা নয় বৎসরের ছোট। তাহার শিক্ষা-গুরু অমর। তিনি স্বগৃহ ছাড়িয়া গুরুগৃহে কখন যান নাই। অমর যাহ। গুরুগৃহে শিক্ষা করিতেন, তাহা যখন তিনি স্বগৃহে আদিতেন, তখন তাহার প্রাণপুত্তলি b