পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী প্রভূ আলো করিয়া বসিয়া রহিয়াছেন। আলো বাহ দেখায়, । তাহা অস্থায়ী, মিথ্যা ; অন্ধকার ঘাহা দেখায় তাহী স্থায়ী, সত্য। সনাতন বাহিরের অনিত্য ছাড়িয়া ভিতরের নিত্যকে দেখিতে লাগিলেন। যখন আনন্দ উথলিয়া উঠিল, তখন গদগদচিত্তে গান ধরিলেন,— একটিও আশ হৃদয়ে নাই যাহাতে তুমি জড়িত নও, একটিও ক্ষোভ অন্তরে নাই যাহন্তে তুমি লুকায়ে নও । একটিও ছবি মানসে নাই বাহাতে তুমি অঙ্কিত নও, একটিও সাধ প্রাণেতে নাই যাহাতে তুমি মিশায়ে নও । * বিন্দু রক্তও দেহেতে নাই যাহাতে তুমি বিস্থিত নও, ক্ষুদ্র চিন্তাও আমাতে নাই যাহতে তুমি সম্বিত ন ও । প্রভাতে উঠিয়া সনাতন আবার পথ চলিতে লাগিলেন । অচিরে ধূম দেখিতে পাইলেন : বুঝিলেন নিকটে গান। সহস পথপশ্ব হইতে একজন জিজ্ঞাসা করিল, “ঠাকুর, তক্রপান করবে ?” সনাতন দেখিলেন, এক ব্যক্তি কলসপূর্ণ তক্র লইয়৷ পথপাশ্বে উপবিষ্ট রহিয়াছে। সনাতন বুঝিলেন, সে গোপ—দধি দুগ্ধ দিয় তাহর ব্যবস কহিলেন, “আমি ভিখারী সন্ন্যাসী, তক্রের ६द्धकश ड) মূল্য কোথায় পাইব ?” গোপ। আমি মূল চাই না, তুমি ঘোলটুকু পান করে জামাকে কৃতাৰ্থ কর ।

み、R